সর্বনাশা করোনায় বিধ্বস্ত ভারত। করোনার দ্বিতীয় ঢেউয়ে যা বিশ্বের কোনও দেশে হয়নি, তাই এখন হচ্ছে এদেশে। বেডের জন্য হাহাকার। ভ্যাকসিনের জন্য মারামারি। অক্সিজেন পেতে মারাত্মক যুদ্ধ। এ রাজ্য কী, ভিন রাজ্য-- নানা জায়গায় একই ছবি।
2/7
কিন্তু, এর সম্পূর্ণ উল্টো ছবি ধড়া পড়ল বীরভূমের মুরারই গ্রামীণ হাসপাতালে। এখানে বেড আছে, কিন্তু রোগী নেই। প্রচুর ভ্যাকসিন আছে, কিন্তু নেওয়ার লোক নেই। মুরারই ব্লক স্বাস্থ্য আধিকারিক আসিফ আহমেদ বলেন, রোগী নেই, করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এলেই পালিয়ে যাচ্ছে, ভয়ে, আতঙ্কে রয়েছে সবাই।
3/7
মুরারই গ্রামীণ হাসপাতাল সূত্রে খবর, করোনা রোগীদের চিকিৎসায় এখানে ১২ শয্যার আইসোলেশন ওয়ার্ড তৈরি হয়েছে। চিকিৎসার জন্য হাসপাতালে রয়েছেন ৬ জন চিকিৎসক। অক্সিজেন সিলিন্ডার থেকে নেবুলাইজার। সব কিছুর ব্যবস্থা আছে। কিন্তু রোগী নেই!
4/7
আর এ তো গেল পরিকাঠামোগত বিষয়। দেশজুড়ে যখন ভ্যাকসিন নিয়ে হাহাকার অবস্থা, তখন মুরারই গ্রামীণ হাসপাতালে ভ্যাকসিন উপচে পড়ছে। মুরারই গ্রামীণ হাসপাতাল সূত্রে খবর, এই হাসপাতালের ওপর ২ লক্ষ ১০ হাজার মানুষ নির্ভরশীল। কিন্তু সাকুল্যে মাত্র ৭ হাজার মানুষ ভ্যাকসিন নিয়েছেন।
5/7
মুরারই বিএমওএইচ আসিফ আহমেদ বলেন, ভ্যাকসিন নেওয়ার জন্য গ্রামে যাচ্ছি সচেতন করতে। মারমুখী হচ্ছে গ্রামবাসী, বাধার মুখে পড়তে হচ্ছে।
6/7
দেশজুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি। বুধবার রেকর্ড প্রাণহানির ঘটনা ঘটেছে! একদিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯৩ জনের! আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬০ হাজার জন!
7/7
একটু চিকিৎসার জন্য হা পিত্যেশ করে বসে আছেন অনেকে। সেখানে সব কিছু থাকা সত্ত্বেও মুরারাইয়ের বাসিন্দারা যেন হেলায় হারাচ্ছেন সব কিছু। (সব তথ্য ও ছবি সমিত সেনগুপ্ত।)