এক্সপ্লোর
Science News: একই সঙ্গে জন্ম, সাদৃশ্যও প্রচুর, ‘যমজ বোন’ বলে আজ চেনাই দায় পৃথিবী ও শুক্রকে, নেপথ্যে সূর্য!
Space Science: একই সময়ে সৃষ্টি, আকার-আয়তনেও মিল বিস্তর। পৃথিবী এবং শুক্রকে বলা হয় 'যমজ বোন'।
ছবি: পিক্সাবে।
1/10

রং এবং রূপের কথা বাদ দিলে, আকারে-আয়তনে এমনকি জন্মলগ্নের নিরিখে পরস্পরের মধ্যে মিল রয়েছে বিস্তর। যে কারণে পৃথিবী এবং শুক্রকে যমজ বোন বলেও উল্লেখ করেন কেউ কেউ। তবে শস্য-শ্যামল পৃথিবীর মতো কোমল নয়, বরং শুক্রগ্রহ ভীষণ দুষ্টু বলেই মত বিজ্ঞানীদের।
2/10

কিন্তু সৃষ্টির গোড়ার দিকে পৃথিবী এবং শুক্রের মধ্যে এই পার্থক্য ছিল না বলে মত বিজ্ঞানীদের। তাঁদের দাবি, সময়ের সঙ্গে রাস্তা আলাদা হয়ে গিয়েছে দুই গ্রহের। সময় পৃথিবীর অনুকুল হয়ে থেকেছে, প্রতিকূলে গিয়েছে শুক্রের।
Published at : 21 Sep 2023 09:15 AM (IST)
আরও দেখুন






















