এক্সপ্লোর
Asian Games 2023: দলগত বিভাগে রুপো জিতলেও, ব্যক্তিগত বিভাগে পদক হাতছাড়া মেহুলির
Shooting: দলগত বিভাগে মোট ১৮৮৬.০ পয়েন্ট অর্জন করে রুপো জেতে ভারতীয় মহিলা শ্যুটিং দল।

দলগত বিভাগে রুপো জয় মেহুলিদের (ছবি: পিটিআই)
1/6

তিনি চতুর্থ স্থানে শেষ করেন। মেহুলি পোডিয়াম হাতছাড়া করলেও, তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ জেতেন রমিতা।
2/6

তবে ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত বিভাগে মেহুলি পদক জিততে পারলেন না।
3/6

মেহুলি, রমিতা, আশি দুরন্ত পারফরম্যান্স করে মোট ১৮৮৬.০ পয়েন্ট অর্জন করেন। ১৮৯৬.৬ পয়েন্ট অর্জন করে শীর্ষে শেষ করে চিন।
4/6

ব্যক্তিগত বিভাগের কোয়ালিফায়ারে ৬৩১.৯ পয়েন্ট অর্জন করে রমিতা দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন।
5/6

তবে শেষমেশ তিনি তৃতীয় স্থানে শেষ করেন। এলিমিনেশন স্টেজের চার সিরিজের পর হুগলির মেয়ের থেকে রমিতা ০.২ পয়েন্টে এগিয়ে ছিলেন। তবে তিনি এই দূরত্বটা আরও বাড়িয়ে ০.৭ পয়েন্ট করে ফেলেন এবং ফলত মেহুলিকে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হয়।
6/6

পুরুষদের রোয়িং লাইটওয়েট ডাবলস স্কালসে রূপো জিতলেন অর্জুন লাল জাট ও অরবিন্দ সিংয়ের জুটি। এই ইভেন্টেও সোনা গেল চিনের ঝুলিতে।
Published at : 24 Sep 2023 12:38 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
