এক্সপ্লোর
IND vs USA: ভাইয়ের বিপক্ষে ভারতীয় দলের হয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে গলা ফাটাবেন সৌরভ নেত্রাভালকরের দিদি
Saurabh Netravalkar: সুপার ওভারে রান ডিফেন্ড করে যুক্তরাষ্ট্রকে জেতানো তো বটেই। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানের বিরুদ্ধে ১৮ রানের বিনিময়ে দুই উইকেট নেন সৌরভ নেত্রাভালকর।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর বিরুদ্ধ দলের হয়েই গলা ফাটাবে সৌরভের পরিবার (ছবি: আইসিসি)
1/10

আজ ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামতে চলেছে যুক্তরাষ্ট্র দল। লক্ষ্য তিনে তিন করে বিশ্বকাপের সুপার এইটে নিজেদের জায়গা পাকা করে নেওয়া। সেই লক্ষ্যে সৌরভ নেত্রাভালকর কিন্তু যুক্তরাষ্ট্রের বড় অস্ত্র হতে চলেছেন।
2/10

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে নিজের দুরন্ত বোলিংয়ে নজর কেড়েছিলেন বাঁ-হাতি ফাস্ট বোলার। তারপর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
3/10

সুপার ওভারে রান ডিফেন্ড করে যুক্তরাষ্ট্রকে জেতানো তো বটেই। নির্ধারিত ২০ ওভারেও ১৮ রানের বিনিময়ে দুই উইকেট নেন নেত্রাভালকর।
4/10

ভারতের বিরুদ্ধেও তাই ফের একবার বিশ্বকাপের মঞ্চ মাতিয়ে যুক্তরাষ্ট্রের হয়ে ইতিহাস গড়তে প্রস্তুত সৌরভ। তবে ম্যাচে কিন্তু নিজের দিদির সমর্থন পাবেন না তিনি।
5/10

ভারতীয় বংশোদ্ভূত সৌরভের পরিবার কিন্তু এখনও মুম্বইতেই থাকেন। সেখানেই তাঁদের বাস এবং ভারতের হয়েই তাঁরা গলা ফাটাবেন।
6/10

সৌরভের দিদি নিধি তো স্পষ্ট জানিয়েই দিলেন, 'আমরা ভারতকে সমর্থন করছি। ভারতের হয়ে গলা ফাটাচ্ছি। ভারতের সামনে এবার (বিশ্বকাপ জয়ের) ভাল সুযোগ আছে বলে আমাদের মনে হয়। আমরা এখানেই জন্মেছি, বড় হয়েছি এবং আমরা ভারতীয় ক্রিকেটকে ভালবাসি।'
7/10

তিনি আরও যোগ করেন, 'আমরা চাই ভারতীয় দল শুধু এই ম্যাচ নয়, গোটা বিশ্বকাপটাই জিতুক। তবে আমরা চাই ও যেন ভাল পারফর্ম করে।'
8/10

সৌরভ কিন্তু ভারতের হয়ে নিজের কেরিয়ার শুরু করেন। ভারতীয় দলের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলে সেখানে সর্বাধিক উইকেটসংগ্রাহকও হয়েছিলেন তিনি।
9/10

মুম্বইয়ের হয়ে প্রথম শ্রেণির ম্যাচও খেলেছেন তিনি। তবে শেষমেশ এদেশে সুযোগ না মেলায় তিনি যুক্তরাষ্ট্রে রওনা দেন। সেখানেই মেলে সুযোগ।
10/10

মুম্বইয়ের ময়দান থেকে উঠে আসা নেত্রাভালকর বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ফের একবার নজর কাড়তে পারেন কি না, সেটাই দেখার বিষয়।
Published at : 12 Jun 2024 07:44 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের