এক্সপ্লোর
Rohit And Virat: ঘরের মাঠে গোটা মরশুমে জঘন্য় পরিসংখ্যান, বিরাট-রোহিতেরও লজ্জায় মাথা হেঁট হবে
IND vs AUS: একই পরিস্থিতি দলের সবচেয়ে বড় তারকা ব্যাটার বিরাট কোহলিরও। বর্ডার-গাওস্কর ট্রফির আগে ভারতীয় ক্রিকেটের ২ পোস্টার বয়ের রানের সংখ্যা কিন্তু দলকে চিন্তায় ফেলবেই।

বিরাট ও রোহিত
1/10

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। কয়েক মাস আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন। কিন্তু ৩ মাসের ব্যবধানেই কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি।
2/10

একই পরিস্থিতি দলের সবচেয়ে বড় তারকা ব্যাটার বিরাট কোহলিরও। বর্ডার-গাওস্কর ট্রফির আগে ভারতীয় ক্রিকেটের ২ পোস্টার বয়ের রানের সংখ্যা কিন্তু দলকে চিন্তায় ফেলবেই।
3/10

চলতি বছরে ঘরের মাঠে ১১ টেস্টে ২১ ইনিংসে ব্যাট হাতে নেমেছেন রোহিত। রান করেছেন মাত্র ৫৮৮।
4/10

বিরাট অন্যদিকে চলতি বছর ৬ টেস্টে ১২ ইনিংসে ২৫০ রান করেছেন। গড় ২২.৭২।
5/10

চলতি ঘরোয়া মরশুমে ২টো শতরান ও দুটো অর্ধশতরান হাঁকিয়েছেন রোহিত। সর্বোচ্চ ১৩১। কিন্তু গড় মাত্র ২৯.৪০।
6/10

বিরাট তাঁর দশ ইনিংসে একটি মাত্র অর্ধশতরানের ইনিংস খেলেছেন। ব্যক্তিগত সর্বোচ্চ ৭০। গড় মাত্র ২১.৩৩।
7/10

ঘরের মাঠে পাঁচটি টেস্টে চলতি মরশুমে খেলেছেন রোহিত। ১৩৩ রান করেছেন তিনি। ১৩.৩০ গড় মাত্র। এই দশ ইনিংসে তাঁর ঝুলিতে রয়েছে যথাক্রমে ৬, ৫, ২৩, ৮, ২, ৫২, ০, ৮, ১৮, ১১।
8/10

ঘরের মাঠে ৫ টেস্টে ১০ ইনিংসে বিরাটের সংগ্রহ ১৯২ রান। তাঁর গড় ২১.৩৩।
9/10

চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত রোহিত ১৪ টেস্টে ৮৩৩ রান করেছেন। তিনটি শতরান ও চারটি অর্ধশতরান রয়েছে। বর্ডার গাওস্কর ট্রফিতে কিন্তু হিটম্য়ানের ব্যাট না চললে বিশাল চাপ।
10/10

বিরাট অন্যদিকে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯ টেস্টে ৫৬১ রান করেছেন। একটি শতরান ও তিনটি অর্ধশতরান রয়েছে তার মধ্য়ে। সর্বোচ্চ ১৬১। কোহলিও কিন্তু চাইবেন অস্ট্রেলিয়ার পেস ব্যাটারির সামনে পরিসংখ্যানকে আরও উন্নতি করতে।
Published at : 03 Nov 2024 05:52 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
