এক্সপ্লোর
Sourav Ganguly: পুষ্পাঞ্জলি থেকে প্রতিমা দর্শন, মহাষ্টমীর আনন্দে সামিল সৌরভ
Sourav Ganguly: পুজোয় আর পাঁচজন বাঙালির মতোই ঠাকুর দেখতে, খাওয়াদাওয়া করতে ভালবাসেন তিনি। আর ভালবাসেন ঢাকের বোল, ধুনুচি নাচ।

Sourav Ganguly
1/11

পুজোয় আর পাঁচজন বাঙালির মতোই ঠাকুর দেখতে, খাওয়াদাওয়া করতে ভালবাসেন তিনি। আর ভালবাসেন ঢাকের বোল, ধুনুচি নাচ।
2/11

তিনি, সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। দুর্গাপুজোর আনন্দে যিনি মেতে উঠেছেন।
3/11

সোমবার বিকেলে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের মণ্ডপে গিয়েছিলেন সৌরভ। প্রতিমা দর্শন করেন।
4/11

তারপর সৌরভ বলেন, 'পশ্চিমবঙ্গের পুজো পৃথিবীর শ্রেষ্ঠ। পাড়ার বাইরে এবার প্রথম পুজো দেখলাম এখানেই। আরও ২-৩টি ঠাকুর দেখব। পাড়ায় পুজো রয়েছে। খুব একটা বেরনো হয় না। তবে ৩-৪টে ঠাকুর দেখি।'
5/11

মহাষ্টমীর দিন সকাল থেকে পুজোর আনন্দে মাতোয়ারা সৌরভ। সকালে অঞ্জলি দেন পাড়ার পুজো বড়িশা প্লেয়ার্স কর্নারে।
6/11

ঢাক বাজাচ্ছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly)। সঙ্গে শুভ্রদীপ গঙ্গোপাধ্যায়-সহ পরিবারের অন্যান্য সদস্যরা। ঢাক বাজালেন সৌরভের আপ্তসহায়ক তানিয়া ভট্টাচার্যও।
7/11

সোফায় বসে দেখছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। মুখে স্মিত হাসি। পাশে দাঁড়িয়ে বন্ধু, আত্মীয়স্বজনরা।
8/11

মহাষ্টমীর দিন বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোয় এভাবেই মেতে উঠলেন জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট।
9/11

সদ্য পঞ্চাশ পূর্ণ করেছেন। এবার দাদার পাড়ার পুজোরও সুবর্ণ জয়ন্তী। যদিও পাড়ার নয়, বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোকে দাদা বাড়ির পুজোই মনে করেন। গালে সযত্নে লালিত দাড়ি ৷ পরনে উজ্জ্বল হলুদ রঙের পাঞ্জাবি ৷ অষ্টমীর (Durga Puja 2022) সকালে একেবারে সাবেকি সাজে পাড়ার পুজোমণ্ডপে হাজির সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Ganguly) ৷
10/11

এবছরই পঞ্চাশ পূর্ণ করেছেন সৌরভ। বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোরও সুবর্ণ জয়ন্তী। সৌরভকে নিয়ে তৈরি হয়েছে বিশেষ গ্যালারি। সেখানে সৌরভের ব্যবহৃত অনেক ক্রিকেট সরঞ্জাম, অদেখা ছবি রয়েছে।
11/11

সৌরভ বলেছেন, 'শুধু আমি কেন, সব বাঙালির কাছেই স্পেশ্যাল। আমাদের বাড়ির পাশের পুজোর এবার পঞ্চাশ বছর। আমার জন্ম থেকে এই পুজো। পুজো সমস্ত বাঙালির মতোই আমার কাছেই খুব আনন্দের।'
Published at : 03 Oct 2022 07:29 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
লাইফস্টাইল-এর
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
