এক্সপ্লোর
IPL 2023: সিরাজের দুরন্ত বোলিং, ফাফ-বিরাটের অর্ধশতরান, পাঞ্জাবকে হারিয়ে পয়েন্ট টেবিলে এগােল আরসিবি
IPL 2023, RCB vs PBKS:

আরসিবি বনাম পাঞ্জাব কিংস (ছবি আরসিবি)
1/8

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে জিতে গেল আরসিবি। ২৪ রান দুরন্ত জয় ছিনিয়ে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর।
2/8

পাঞ্জাবের অধিনায়ক হিসেবে এদিন নেমেছিলেন স্যাম কারান। অন্য়দিকে ডু প্লেসির বদলে আরসিবিকে ২ বছর পর নেতৃত্ব দেন বিরাট।
3/8

প্রথম ব্যাট করতে নেমে অর্ধশতরান হাঁকান বিরাট ও ফাফ। আরসিবি বোর্ডে তুলে নেয় ৪ উইকেট হারিয়ে ১৭৪।
4/8

৮৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন ফাফ। নিজের ইনিংসে ৫টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান তিনি।
5/8

১৩৬ রানের পার্টনারশিপ গড়েন ফাফ ও বিরাট ওপেনিংয়ে খেলতে নেমে।
6/8

রান তাড়া করতে নেমে ১৫০ রানে অল আউট হয়ে যায় পাঞ্জাব কিংস। বিরাটরা পয়েন্ট টেবিলে পাঁচে উঠে এল।
7/8

অধিনায়ক হিসেবে সেই চেনা মেজাজে দেখা গেল এদিন কিংগ কোহলিকে। ফিল্ড প্লেসমেন্ট, বোলার বাছাইতে সেই নিঁখুত বিবেচনা।
8/8

একাই ৪ উইকেট নিলেন মহম্মদ সিরাজ। তিনিই এখন পার্পল ক্যাপের মালিক। অরেঞ্জ ক্য়াপের মালিক ফাফ ডু প্লেসিই।
Published at : 20 Apr 2023 09:26 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
