এক্সপ্লোর
Shreyas Iyer: আইপিএলে ফিরছেন ক্যাপ্টেন শ্রেয়স, কত দাম দিয়ে কিনেছিল কেকেআর?
KKR: শ্রেয়সেই হাতেই ফের নেতৃত্বের ব্যাটন তুলে দিল শাহরুখ খান-জুহি চাওলার দল। বৃহস্পতিবার কেকেআরের তরফে ঘোষণা করা হল, ২০২৪ সালে আইপিএলে দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স।
![KKR: শ্রেয়সেই হাতেই ফের নেতৃত্বের ব্যাটন তুলে দিল শাহরুখ খান-জুহি চাওলার দল। বৃহস্পতিবার কেকেআরের তরফে ঘোষণা করা হল, ২০২৪ সালে আইপিএলে দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/14/367d49fc926411e7ddbfd5896b789e5f170255267253250_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
Shreyas Iyer
1/10
![পিঠের চোটের জন্য গত আইপিএলে তিনি খেলতে পারেননি। তাঁর পরিবর্তে নতুন অধিনায়ক বেছে নিতে বাধ্য হয়েছিল কলকাতা নাইট রাইডার্স।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/14/ce62267329759a31538a62a272890ba241da7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পিঠের চোটের জন্য গত আইপিএলে তিনি খেলতে পারেননি। তাঁর পরিবর্তে নতুন অধিনায়ক বেছে নিতে বাধ্য হয়েছিল কলকাতা নাইট রাইডার্স।
2/10
![তবে চোট সারিয়ে ফিট শ্রেয়স আইয়ার। ভারতীয় দলে তিনি ফিরেছেন। বিশ্বকাপে খেলেছিলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/14/26896fac316fe07206885f3dbd118496a7dc3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে চোট সারিয়ে ফিট শ্রেয়স আইয়ার। ভারতীয় দলে তিনি ফিরেছেন। বিশ্বকাপে খেলেছিলেন।
3/10
![শ্রেয়সেই হাতেই ফের নেতৃত্বের ব্যাটন তুলে দিল শাহরুখ খান-জুহি চাওলার দল। বৃহস্পতিবার কেকেআরের তরফে ঘোষণা করা হল, ২০২৪ সালে আইপিএলে দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/14/0de525bbf1bc18ed9e755c4690b5777a04eb5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শ্রেয়সেই হাতেই ফের নেতৃত্বের ব্যাটন তুলে দিল শাহরুখ খান-জুহি চাওলার দল। বৃহস্পতিবার কেকেআরের তরফে ঘোষণা করা হল, ২০২৪ সালে আইপিএলে দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স।
4/10
![শ্রেয়সের অনুপস্থিতিতে গত মরশুমে কেকেআরকে নেতৃত্ব দিয়েছিলেন নীতিশ রানা। তাঁকে নেতৃত্ব থেকে সরানো হলেও, একেবারে ক্ষমতাচ্যুত করা হয়নি। দলের সহ অধিনায়ক করা হয়েছে দিল্লির ক্রিকেটারকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/14/de4e96147f403ca992808912b30d082168da5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শ্রেয়সের অনুপস্থিতিতে গত মরশুমে কেকেআরকে নেতৃত্ব দিয়েছিলেন নীতিশ রানা। তাঁকে নেতৃত্ব থেকে সরানো হলেও, একেবারে ক্ষমতাচ্যুত করা হয়নি। দলের সহ অধিনায়ক করা হয়েছে দিল্লির ক্রিকেটারকে।
5/10
![২০২২ সালের আইপিএলের আগে ১২ কোটি ২৫ লক্ষ টাকায় শ্রেয়সকে কিনেছিল কেকেআর। সেই আইপিএলে দলকে নেতৃত্ব দিয়েছিলেন শ্রেয়স।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/14/88e15467b6eb1ea037d02b502339915b72a4f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০২২ সালের আইপিএলের আগে ১২ কোটি ২৫ লক্ষ টাকায় শ্রেয়সকে কিনেছিল কেকেআর। সেই আইপিএলে দলকে নেতৃত্ব দিয়েছিলেন শ্রেয়স।
6/10
![তবে সেবার আইপিএলে কেকেআর দল হিসাবে হতাশ করে। পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে শেষ করেন নাইটরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/14/731ca136857cf642a5c3139ee8d449a2b04f3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে সেবার আইপিএলে কেকেআর দল হিসাবে হতাশ করে। পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে শেষ করেন নাইটরা।
7/10
![কেকেআরকে ১৪টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়স। তার মধ্যে ৬টি ম্যাচ জিতেছে কেকেআর। পরাজিত হয়েছে ৮ ম্যাচে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/14/142b6313ec4d51ca32954fd4d59c59803685a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কেকেআরকে ১৪টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়স। তার মধ্যে ৬টি ম্যাচ জিতেছে কেকেআর। পরাজিত হয়েছে ৮ ম্যাচে।
8/10
![২০২৩ সালের এপ্রিলে পিঠে চোট পান শ্রেয়স। গোটা আইপিএল ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে যান তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/14/fcb724642027ba57e3749f711949cc8daee5a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০২৩ সালের এপ্রিলে পিঠে চোট পান শ্রেয়স। গোটা আইপিএল ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে যান তিনি।
9/10
![তবে নীতিশ রানার নেতৃত্বেও ভাগ্যের চাকা ঘোরেনি কেকেআরের। গত আইপিএলেও সপ্তম স্থানে শেষ করেন নাইটরা। ১৪ ম্যাচের মধ্যে ৬টিতে জেতে কেকেআর। পরাজিত হয় ৮ ম্যাচে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/14/fe364198caa6323b29fcfaeacee9319d160bc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে নীতিশ রানার নেতৃত্বেও ভাগ্যের চাকা ঘোরেনি কেকেআরের। গত আইপিএলেও সপ্তম স্থানে শেষ করেন নাইটরা। ১৪ ম্যাচের মধ্যে ৬টিতে জেতে কেকেআর। পরাজিত হয় ৮ ম্যাচে।
10/10
![এবার গৌতম গম্ভীরকে মেন্টর ও চন্দ্রকান্ত পণ্ডিতকে কোচ হিসাবে পাবেন শ্রেয়স। ২০১৪ সালের পর থেকে দশ বছর হতে চলল। আইপিএলে আর চ্যাম্পিয়ন হয়নি কেকেআর। এবার কি ভাগ্যের চাকা ঘুরবে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/14/44ffe80e67da2eee5d66cbae241e44ce1aad2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এবার গৌতম গম্ভীরকে মেন্টর ও চন্দ্রকান্ত পণ্ডিতকে কোচ হিসাবে পাবেন শ্রেয়স। ২০১৪ সালের পর থেকে দশ বছর হতে চলল। আইপিএলে আর চ্যাম্পিয়ন হয়নি কেকেআর। এবার কি ভাগ্যের চাকা ঘুরবে?
Published at : 14 Dec 2023 05:16 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)