এক্সপ্লোর
KKR vs MI: ২২ গজের মহারণের আগে খোশমেজাজে দুই দল, অনুশীলনের ফাঁকে চুটিয়ে আড্ডা রোহিত, গম্ভীরদের
IPL 2024: বর্তমানে আইপিএলের লিগ তালিকায় দুই নম্বরে কেকেআর। নয় নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

ওয়াংখেড়েতে রোহিত-গম্ভীরদের আড্ডা (ছবি: পিটিআই)
1/10

এক দল বিগত ১১ মরশুমে ওয়াংখেড়েতে জিততে পারেনি। আরেক দলের প্লে-অফের আশা জিইয়ে রাখতে মরণ-বাঁচন ম্য়াচ।
2/10

শুক্রবার আইপিএলের ৫১তম ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্স।
3/10

সেই ম্যাচের আগে অবশ্য দুই শিবিরের তারকাদের খোশমেজাজে আলাপচারিতা সারতে দেখা গেল।
4/10

দুই দলের দুই পাওয়ার হিটার সুনীল নারাইন ও সূর্যকুমার যাদব আড্ডা দেন। নারাইনকে ব্যাট দিয়ে স্যালুটও জানান সূর্য।
5/10

অপরদিকে, নারাইনের ত্রিনিদাদের সতীর্থ তথা মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটিং কোচ কায়রন পোলার্ডও নাইট তারকার সঙ্গে গল্পগুজব করেন।
6/10

বিশ্বকাপ দলে ব্রাত্য রিঙ্কু সিংহের সঙ্গে সাংবাদিক বৈঠক সেরেই মাঠে হাজির ভারতীয় অধিনায়ক রোহিতকে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায়।
7/10

রিঙ্কুর সঙ্গে রোহিত ঠিক কী বলছিলেন রোহিত? জানতে আগ্রহী গোটা ক্রিকেটবিশ্ব।
8/10

রোহিতকে কেকেআর মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গেও কথা বলতে দেখা যায়।
9/10

তবে গল্প, আলাপচারিতার পাশাপাশি দুই দলের তারকারা কড়া অনুশীলনও সারেন।
10/10

শুক্রবার শেষ হাসি হাসবে কোন দল, সেটাই দেখার বিষয়।
Published at : 03 May 2024 04:56 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
