এক্সপ্লোর
Saraswati Puja 2024: শাশুড়ি হাসপাতালে, নাচের স্কুলে সরস্বতী পুজোতেও মন খারাপ ডোনার
Dona Ganguly: শাশুড়ি অর্থাৎ ভারতীয় দলের কিংবদন্তি অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি।

Dona Ganguly
1/10

সরস্বতী পুজো মানেই ডোনা গঙ্গোপাধ্যায়ের কাছে যেন এক মন ভাল করা পর্ব।
2/10

ডোনার নাচের স্কুল দীক্ষামঞ্জরীতে দীর্ঘদিন ধরেই আয়োজিত হচ্ছে সরস্বতী পুজো।
3/10

ডোনা জানিয়েছেন, প্রায় ৫০ থেকে ৬০ বছরের পুরনো এই পুজো।
4/10

প্রথমে বাড়ির পুজো হিসেবেই এই পুজো হতো। পরবর্তীকালে ২০০০ সালে যখন ডোনা দীক্ষামঞ্জরী নামে নাচের স্কুলটি চালু করেন তারপর থেকে এই নাচের স্কুলেই সরস্বতী পুজো হয়।
5/10

ছাত্র-ছাত্রীরা এই পুজোয় অংশগ্রহণ করে। পুজোর পর প্রসাদ বিতরণ এবং খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা ছিল।
6/10

তবে বাণীবন্দনার উৎসবের মধ্যেও মন খারাপ ডোনা গঙ্গোপাধ্যায়ের।
7/10

শাশুড়ি অর্থাৎ ভারতীয় দলের কিংবদন্তি অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি।
8/10

নিরূপাদেবী এখনও হাসপাতাল থেকে ছাড়া পাননি। যে কারণে উদ্বেগ রয়েছে গঙ্গোপাধ্যায় পরিবারে।
9/10

পুজোর দিন সন্ধ্যায় প্রত্যেক বছরের মতো নাচের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল ডোনার বাড়িতে। দীক্ষামঞ্জরীর শিক্ষার্থীরা তাতে অংশ নেয়।
10/10

বেশ কয়েক বছর ধরে মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল ডোনার বাড়ির সরস্বতী প্রতিমা বানাচ্ছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। সনাতন এবছর পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। তাই ডোনা তাঁকে সংবর্ধনা দেন। ছবি - ডোনা গঙ্গোপাধ্যায়
Published at : 15 Feb 2024 06:12 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
