Shoaib Malik Gets Married: ব্যক্তিগত জীবন নিয়ে বার বার বিতর্কে, তৃতীয় বিয়ের ঘোষণা করে বোমা ফাটালেন শোয়েব
Sania Mirza Divorce: এ ব্যাপারে সানিয়া মির্জার প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত।
নয়াদিল্লি: গত এক বছর ধরেই তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা চলছিল। দু'জনের কেউ সেই খবরে সিলমোহর না দিলেও, সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করে দু'জনেই জল্পনা উস্কে দিয়েছেন লাগাতার। তবে বিবাহবন্ধনের খবরে সিলমোহর না দিলেও, এবার একেবারে 'তৃতীয় বিয়ে'র কথা জানালেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শোয়েব আখতার। জানালেন, পাক অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সানা অভিনেত্রী হিসেবে পাকিস্তানে বেশ জনপ্রিয়। সঙ্গীতশিল্পী উমের জসওয়াল তাঁর প্রথম স্বামী। ২০২০ সালে বিয়ে হয় তাঁদের। বিবাহবিচ্ছেদের কারণ খোলসা করেননি অভিনেত্রী। এ ব্যাপারে সানিয়া মির্জার প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত। (Shoaib Malik Gets Married)
শনিবার সোশ্যাল মিডিয়ায় 'তৃতীয় বিয়ে'র কথা ঘোষণা করেন শোয়েব। সানার সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, 'আলহামদুলিল্লাহ। আমি জোড়ায় সৃষ্টি করেছিলাম তোমাদের'। শোয়েবের এই পোস্ট সামনে আসার সঙ্গে সঙ্গেই শোরগোল পড়ে যায়। সানিয়ার সঙ্গে কি তাহলে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে পাক তারকার? কেন ঘোষণা করলেন না সেই খবর? শোয়েবের 'তৃতীয় বিয়ে'র খবর জেনেই কি কয়েক দিন আগে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন সানিয়া? প্রশ্ন উঠতে শুরু করেছে। (Sania Mirza Divorce)
শোয়েবের 'তৃতীয় বিয়ে' নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি সানিয়া। তবে শোয়েবের ম্যানেজার আরসালান এইচ শাহও শোয়েবের বিয়ের খবরে সিলমোহর দিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে শোয়েব এবং সানার ছবি পোস্ট করে তিনি লেখেন, 'পাকা খবর: আমাদের প্রিয় সুপারস্টার শোয়েব মালিক সানা জাভেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। নবদম্পতিকে আগামী জীবনের শুভেচ্ছা জানাই। বিবাহিত জীবন সুখে এবং আনন্দে কাটুক'।
View this post on Instagram
আরও পড়ুন: Shoaib Malik Marriage: সানিয়ার সঙ্গে ডিভোর্স-জল্পনার মাঝেই বিয়ে সারলেন শোয়েব, পাত্রী কে?
২০১০ সালে ভারতীয় টেনিস সুন্দরী সানিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শোয়েব। তাঁদের সেই বিয়েও খবরের শিরোনামে জায়গা করে নেয়। কারণ তার আগে চিঠি মারফত ভারতের হায়দরাবাদের এক তরুণী আয়েশা সিদ্দিকির সঙ্গে শোয়েব বিয়ে সারেন বলে অভিযোগ ওঠে। সানিয়ার সঙ্গে ঘনিষ্ঠতার পর শোয়েব প্রথম স্ত্রীকে এড়িয়ে যেতে শুরু করেন বলেও অভিযোগ সামনে আসে। সেই নিয়ে বিস্তর টানাপোড়েনও শুরু হয়, যার পর প্রকাশ্যে বিবৃতি দিয়ে শোয়েব জানান, ছবিতে যাঁকে দেখেছিলেন, বিয়ের পর দেখেন, পাত্রী বদলে গিয়েছে। যদিও আয়েশা এবং তাঁর পরিবারের লোকজন অভিযোগ অস্বীকার করেন। দেখা হওয়ার পরও শোয়েব একাধিক বার শ্বশুরবাড়িতে এসেছেন, হায়দরাবাদের একটি ম্যাচে স্ত্রীকে ধন্যবাদও জানান বলে দাবি করেন তাঁরা। সেই সময় শোয়েবের পাশেই দেখা গিয়েছিল সানিয়া এবং তাঁর পরিবারকে। ওই তরুণীর সঙ্গে বিচ্ছেদের পর সানিয়াকে বিয়ে করেন শোয়েব।
সানিয়া এবং শোয়েবের এক ছেলেও রয়েছে। তবে গত এক বছরেরও বেশি সময় ধরে সানিয়া এবং শোয়েবের দাম্পত্যের টানাপোড়েন নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। ভারতীয় সানিয়া এবং পাকিস্তানি নাগরিক শোয়েব দুবাইয়ে সংসার পেতেছিলেন গোড়ার দিকে। কিন্তু বেশ কিছু দিন ধরেই তাঁরা আলাদা থাকছেন বলে খবর আসে। এমনকি পাকিস্তানের আরও এক অভিনেত্রীর সঙ্গে নাম জড়ায় শোয়েবের। মাঝে ছেলের জন্মদিনে দুবাইয়ে সানিয়া এবং শোয়েবকে পাশাপাশি দেখা গিয়েছিল। তাই সব ঠিক আছে বলেই ধরে নিয়েছিলেন তাঁদের অনুরাগীরা।
কিন্তু সানিয়া এবং শোয়েবের দাম্পত্য-কলহের গুঞ্জন একেবারে চাপা পড়ে যায়নি। সানিয়া ভারতেই কেন থাকেন মূলত, ছেলেকে শুধু তাঁর সঙ্গেই দেখা যায় কেন, শোয়েবের সঙ্গে কোনও পোস্টও দেন না কেন সোশ্যাল মিডিয়ায়, সেই নিয়ে কম কৌতূহল ছিল না। সম্প্রতি সেই জল্পনা উস্কে দেন সানিয়া নিজেও। কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি লেখা পোস্ট করেন তিনি, যাতে 'বিবাহবিচ্ছেদ কঠিন' বলেও উল্লেখ করেন। সানিয়ার এই লেখা নজর কাড়ে সকলের। কার পরই শনিবার সকালে কার্যত বিস্ফোরণ ঘটালেন শোয়েব।