IPL 2024: আইপিএলের মাঝেই টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শিবিরের পরিকল্পনা, ট্রফি ভাগ্য ফেরাতে মরিয়া বোর্ড
T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে আইপিএলের মাঝেও নীল নকশা কষতে শুরু করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
![IPL 2024: আইপিএলের মাঝেই টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শিবিরের পরিকল্পনা, ট্রফি ভাগ্য ফেরাতে মরিয়া বোর্ড BCCI likely to send Indian players out of IPL playoffs earlier to New York for T20 World Cup 2024 IPL 2024: আইপিএলের মাঝেই টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শিবিরের পরিকল্পনা, ট্রফি ভাগ্য ফেরাতে মরিয়া বোর্ড](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/22/a80954851a1c0aab6767c26e51b44f191705911707801300_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকার মাটিতে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। ১ জুন থেকে শুরু হবে টুর্নামেন্ট। ভারতের (Team India) প্রথম ম্যাচ ৫ জুন। তার ঠিক আগেই শেষ হবে আইপিএল। এখনও পর্যন্ত যা ইঙ্গিত, তাতে ২২ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল। ফাইনাল খুব সম্ভবত ২৬ মে।
এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে আইপিএলের (IPL 2024) মাঝেও নীল নকশা কষতে শুরু করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যে পরিকল্পনার অন্যতম অঙ্গ হল, আইপিএল চলাকালীনই টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের নিয়ে প্রস্তুতি শিবির শুরু করে দেওয়া। বোর্ডের এক শীর্ষ কর্তা অন্তত সেরকমই জানিয়েছেন।
আইপিএল প্লে অফের সময়ই ওই শিবির শুরু হয়ে যাওয়ার কথা। তবে সেই শিবিরে ডাকা হবে প্লে অফে ওঠেনি এরকম দলের যে সমস্ত ক্রিকেটার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকবেন তাঁদের নিয়ে।
ক্রিকেটারদের ওয়ার্কলোড নিয়ে প্রচুর কথাবার্তা হলেও বোর্ড সম্ভবত আইপিএল চলাকালীন এই ব্যাপারে খুব বেশি হস্তক্ষেপ করবে না। ক্রিকেটার ও সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির ওপরই গোটা বিষয়টা ছাড়া হবে। বোর্ড মহলে আলোচনা হয়েছে যে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের তরতাজা অবস্থায় থাকাটা জরুরি। পাশাপাশি এটাও মেনে নেওয়া হয়েছে যে, প্রচুর অর্থ ব্যয় করে যে সমস্ত ক্রিকেটারদের দলে নিয়েছে দশ ফ্র্যাঞ্চাইজি, তাদের ক্রিকেটার ছাড়ার কথা ঠিক নয়। প্রত্যেকেই চাইবে সেরা খেলোয়াড়দের নিয়ে ট্রফি যুদ্ধে নামতে।
বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, 'ফ্র্যাঞ্চাইজিগুলি ক্রিকেটারদের জন্য প্রচুর অর্থ খরচ করে। ক্রিকেটারেরা অবশ্যই নিজেদের পছন্দমতো ম্যাচ খেলতে পারবে না। তবে যে সমস্ত ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি রয়েছে এবং যারা টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকার দাবিদার, তাদের ফিটনেস নিয়ে ফ্র্যাঞ্চাইজির ফিজিওকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিয়মিত রিপোর্ট পাঠাতে হবে। এনসিএ স্পোর্টস সায়েন্সের প্রধান নীতিন পটেল গোটা বিষয়টি দেখবেন।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)