ICC Rankings: কেরিয়ার সেরা পঞ্চম স্থানে অক্ষর, আইসিসি ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় এগোলেন যশস্বী, দুবেও
Shivam Dube: আফগানিস্তানের বিরুদ্ধে পরপর দুই ম্যাচে দুই অর্ধশতরান হাঁকিয়ে ব্যাটারদের তালিকায় ২০৭ ধাপ এগোলেন শিবম দুবে।
দুবাই: আফগানিস্তানের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজ়ে (IND vs AFG) বেশ ভালই পারফর্ম করেছে ভারত। টিম ইন্ডিয়া ইতিমধ্যেই সিরিজ় জিতে নিয়েছে। এই সিরিজ়ে ভাল পারফরম্যান্সের সুফল পেলেন ভারতীয় তারকারা। সদ্য প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিংয়ে (ICC Rankings) অক্ষর পটেল (Axar Patel) এবং যশস্বী জয়সওয়ালসহ (Yashasvi Jaiswal) একাধিক ভারতীয় তারকা ব়্যাঙ্কিংয়ে উন্নতি ঘটালেন।
অক্ষর পটেল বল হাতে দুই ম্যাচেই দুইটি করে উইকেট নিয়েছেন। প্রথম ম্যাচে তিনি ২৩ রানের বিনিময়ে দুই উইকেট নেন, দ্বিতীয় ম্যাচে ১৬ রানের বিনিময়ে তাঁর সংগ্রহ দুই উইকেট। এই পারফরম্যান্সের সুবাদেই ১২ ধাপ এগিয়ে এসে অক্ষর টি-টোয়েন্টি বোলারদের তালিকায় পাঁচ নম্বরে উঠে এলেন। অলরাউন্ডারদের তালিকায়ও উন্নতি হয়েছে অক্ষরের। তিনি দুই ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন।
সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল অর্ধশতরান হাঁকান। ইনদওরে ৩৪ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। এই ইনিংসের সুবাদেই সাত ধাপ এগিয়ে এসে ব্যাটারদের তালিকায় ছয় নম্বরে উঠে এলেন তরুণ ভারতীয় ওপেনার। যশস্বীর পাশাপাশি চলতি সিরিজ়ের প্রথম দুই ম্যাচে দুরন্ত ব্যাটিংয়ে নজর কেড়েছেন শিবম দুবেও। দুই ম্যাচেই অর্ধশতরান হাঁকান তিনি। তাঁর সংগ্রহ যথাক্রমে ৬০ ও ৬৩ রান। এই দুই ইনিংসের সুবাদে ২০৭ ধাপ এগিয়ে এসে দুবে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ৫৮ নম্বরে উঠে এলেন।
এছাড়া ব্যাটারদের তালিকায় শুভমন গিল সাত ধাপ এগিয়ে ৬০ নম্বরে উঠে এলেন। তার ঠিক পরেই রয়েছেন আরেক ভারতীয় তিলক বর্মা। বোলারদের তালিকায় অর্শদীপ সিংহ চার ধাপ এগিয়ে ২১ নম্বরে রয়েছেন। তিনি চার ধাপ এগিয়েছেন।
ভারতীয় নেটে পন্থ
দীর্ঘ এক বছরের ওপরে ক্রিকেটের বাইরে তিনি। ২০২২ সালে বছরের শেষ দিনে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। প্রাণে বাঁচলেও ফিট না হয়ে ওঠায় গত আইপিএল, এশিয়া কাপ এমনকী বিশ্বকাপের মঞ্চেও দেখা যায়নি ঋষভ পন্থকে (Rishabh Pant)। তবে গত কয়েক মাসে বেশ কয়েকবার জিম সেশনের ভিডিও পোস্ট করেছেন পন্থ। আইপিএলের নিলামেও দেখা গিয়েছে তাঁকে। এবার নেটেও ব্যাটিং করতে দেখা গেল তরুণ উইকেট কিপার ব্য়াটারকে। নেটে দীর্ঘ ২০ মিনিটের মত ব্যাটিং করলেন দিল্লির তরুণ উইকেট কিপার ব্যাটার। মূলত তাঁকে থ্রো ডাউন করা হয়। সেই বলেই বেশ সাবলীলভাবে ব্যাট করতে দেখা গেল পন্থকে। বেঙ্গালুরুতে উপস্থিত ভারতীয় ক্রিকেট দলের প্লেয়ারদের সঙ্গেও হাসিঠাট্টা করতে দেখা গেল তরুণ ক্রিকেটারকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: হার্দিকের সঙ্গে দূরত্ব বেড়েছে? প্রাক্তন টাইটান্স অধিনায়কের দল ছাড়াকে পাত্তা দিতে নারাজ শামি