Virat Kohli Superfan: প্রিয় তারকার খেলা দেখতে ৫৮ কিলোমিটার সাইকেল চালিয়ে কানপুরে কোহলির কিশোর ভক্ত
India vs Bangladesh: কানপুরের গ্রিন পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি ভারত ও বাংলাদেশ। সেই ম্যাচে প্রিয় নায়কের খেলা দেখার সুযোগ রয়েছে।
কানপুর: বয়স মাত্র ১৫ বছর। বিরাট কোহলির ভক্ত। আর প্রিয় নায়কের জন্য কী করতে পারে সেই কিশোর?
বেশি নয়, ৫৮ কিলোমিটার সাইকেল চালিয়ে পৌঁছে যেতে পারে কানপুরে। যেমন ভাবা তেমন কাজ। কানপুরের গ্রিন পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি ভারত ও বাংলাদেশ (India vs Bangladesh)। সেই ম্যাচে প্রিয় নায়কের খেলা দেখার সুযোগ রয়েছে। তাই ৫৮ কিলোমিটার সাইকেল চালিয়ে কানপুরে পৌঁছে গিয়েছে কোহলি ভক্ত কিশোর।
বাড়ি উন্নাওয়ে। ভারতীয় দল খেলছে কানপুরে। যা উন্নাও থেকে ৫৮ কিলোমিটার দূরে। কিন্তু ইচ্ছেশক্তি আর ক্রিকেটের প্রতি টান থাকলে সব প্রতিকূলতাই হারানো যায়, দেখিয়ে দিল ১৫ বছরের কিশোর। পৌঁছে গিয়েছে গ্রিন পার্কে।
আরও পড়ুন: অসুস্থ, নাকি মারধর করা হয়েছে? বাংলাদেশের ক্রিকেট ভক্তকে নিয়ে ধুন্ধুমার কানপুরে
একটি ভাইরাল ভিডিওতে কিশোর জানিয়েছে, তার নাম কার্তিকেয়। সে জানিয়েছে, ভোররাতে বাড়ি থেকে রওনা হয়েছিল। চারিদিকে তখন অন্ধকার ঘুটঘুট করছে। দিনের আলো ফোটেনি। সাইকেলে চেপে বেরিয়ে পড়েছিল। শুক্রবার বেলা এগারোটায় কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়ামের সামনে পৌঁছয় সে। দশম শ্রেণির পড়ুয়া জানিয়েছে, সে একা এত পথ এলেও বাবা-মা আপত্তি জানাননি।
A 15-year-old kid rode 58 kilometers on his bicycle just to watch Virat Kohli bat pic.twitter.com/rigqQBoCHq
— A (@_shortarmjab_) September 27, 2024
যদিও প্রথম দিন প্রিয় নায়কের ব্যাটিং দেখার সুযোগ হয়নি কার্তিকেয়র। কারণ, টস জিতে গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের অনেকটা সময় বৃষ্টি ও মন্দ আলোয় পণ্ড হয়। খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। তাতে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে তুলেছে ১০৭/৩।
শুক্রবার কানপুরে (Kanpur Test) ভারত বনাম বাংলাদেশের (India vs Bangladesh) প্রথম টেস্টের প্রথম দিনের খেলায় বিঘ্ন ঘটাল বৃষ্টি। আগে থেকেই আবহাওয়া খারাপ থাকার পূর্বাভাস ছিল। মন্দ আবহাওয়ার জন্য মাত্র ৩৫ ওভার ম্যাচ করা গেল প্রথম দিন। দ্বিতীয় দিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন: রুদ্ধশ্বাস শেষ ওভারে বল হাতে নায়ক, কলকাতার পেসারের দাপটে অস্ট্রেলিয়াকে দুরমুশ করল ভারত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।