India vs NZ Preview: ২৪ বছর পুরনো লজ্জা ফিরবে? নাকি প্রত্যাঘাত ভারতের? ওয়াংখেড়েতে কাল অগ্নিপরীক্ষা
Team India: দেশের মাটিতে অপ্রতিরোধ্য দেখানো ভারতীয় শিবিরকে জোরাল ধাক্কা দিয়েছে নিউজ়িল্যান্ড। ভারতীয় ব্যাটিংয়ের স্পিন খেলার দক্ষতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন কিউয়ি স্পিনাররা।
মুম্বই: এ যেন হিন্দি সিনেমার নাম। বিশ সাল বাদ। শেষবার ঘরের মাঠে টেস্ট সিরিজ আগেই হেরে যাওয়ার পর তৃতীয় ম্যাচ খেলতে নামছে ভারত, এমন কাণ্ড ঘটেছিল ২০ বছর আগে। কাকতালীয় হলেও, সেবারও শেষ টেস্ট ছিল মুম্বইয়ের ঐতিহ্যশালী ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ঘূর্ণি পিচ বানিয়ে সেবার শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে জব্দ করেছিল ভারত।
শুক্রবার থেকে শুরু হতে চলা ভারত বনাম নিউজ়িল্যান্ড (IND vs NZ) তৃতীয় টেস্ট ম্যাচেও বল ঘোরার সমূহ সম্ভাবনা। ঘূর্ণি পিচেই নিউজ়িল্যান্ডকে ফেলতে চাইছে ভারত। সে যতই কিউয়ি স্পিনাররা ভারতীয় ব্যাটিংকে পরীক্ষার মুখে ফেলে দিক না কেন।
সিরিজের নিরিখে এই টেস্ট গুরুত্বহীন। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) নিরিখে অসীম গুরুত্ব। কারণ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করতে হলে বাকি ৬ টেস্টের মধ্যে ৪টিতে জিততে হবে ভারতকে। মুম্বইয়ে শেষ ম্যাচে জিতলে অস্ট্রেলিয়া সফরের আগে কিছুটা স্বস্তিতে থাকবে ভারতীয় দল।
দেশের মাটিতে অপ্রতিরোধ্য দেখানো ভারতীয় শিবিরকে জোরাল ধাক্কা দিয়েছে নিউজ়িল্যান্ড। ভারতীয় ব্যাটিংয়ের স্পিন খেলার দক্ষতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন কিউয়ি স্পিনাররা।
📍 Wankhede Stadium, Mumbai
— BCCI (@BCCI) October 30, 2024
Gearing 🆙 for the 3rd and Final #INDvNZ Test 👌👌#TeamIndia | @IDFCFIRSTBank pic.twitter.com/M9ZNLkQCsQ
ভারত যদি টেস্টে হেরে যায়? ২০০০ সালের পর এই প্রথম দেশের মাটিতে কোনও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হবে ভারত। ১৯৯৯-২০০০ মরশুমে অস্ট্রেলিয়ার সঙ্গে বর্ডার গাওস্কর ট্রফিতে ৩-০ ব্যবধানে হেরেছিল ভারত। ম্য়াচের আগে যা নিয়ে কিছুটা কি উদ্বেগ গুরু গম্ভীরের গলায়? বলেছেন, 'অবশ্যই এটা কষ্টকর। আর সেই কষ্টটা হওয়া ভাল। কারণ ধাক্কা লাগাটা উচিত। দেশে হোক বা দেশের বাইরে হারলে কষ্ট লাগাই উচিত। মাঝে মধ্য়ে কেউ কেউ বলেন যে এতে কষ্ট পাওয়া উচিত নয়। কিন্তু দেশের জন্য মাঠে নেমে হারলে কষ্ট পাওয়া উচিত।'
আরও পড়ুন: ব্যাট-প্যাড কেনার টাকা ছিল না বলে হয়ে গেলেন পেসার! অবাক করবে কেকেআর তরুণের কাহিনি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।