Smriti Mandhana: ওয়ান ডে ফর্ম্য়াটে বর্ষসেরা মহিলা ক্রিকেটারের তকমা জিতে নিলেন স্মৃতি মন্ধানা
ICC Womens ODI Cricketer Of The Year 2024: গত বছর মহিলা ক্রিকেটে ওয়ান ডে ফর্ম্যাটে যাঁরা রান করেছেন, তাঁদের মধ্যে লউরা ওলভার্টাড ৬৯৭ রান করেছিলেন। ট্যামি ব্যুমন্ট ৫৫৪ রান করেছিলেন।

মুম্বই: মুকুটে আরও একটি পালক যুক্ত হল স্মৃতি মন্ধানার। আইসিসির গত বছরের ওয়ান ডে ফর্ম্য়াটে সেরা মহিলা ক্রিকেটার নির্বাচিত হলেন বাঁহাতি তারকা ভারতীয় ওপেনার। ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি ওয়ান ডে ফর্ম্য়াটে দেশের জার্সিতে একাধিক রেকর্ড গড়েছেন। অসংখ্য ম্য়াচ জেতানো পারফরম্য়ান্স রয়েছে তাঁর। ২০২৪ সালে ওয়ান ডে ফর্ম্য়াটে ১৩ ইনিংসে মোট ৭৪৭ রান করেছেন স্মৃতি।
গত বছর মহিলা ক্রিকেটে ওয়ান ডে ফর্ম্যাটে যাঁরা রান করেছেন, তাঁদের মধ্যে লউরা ওলভার্টাড ৬৯৭ রান করেছিলেন। ট্যামি ব্যুমন্ট ৫৫৪ রান করেছিলেন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের হিলি ম্য়াথিউজ ৪৬৯ রান করেছিলেন। চলতি মাসের শুরুতেই ওয়ান ডে ফর্ম্যাটে ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে দ্রুততম শতরান হাঁকিয়েছিলেন স্মৃতি। ৭০ বলে শতরানের ইনিংস খেলেছিলেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ভেঙে দিয়েছিলেন হরমনপ্রীত কৌরের রেকর্ড। আয়ারল্য়ান্ড সিরিজের পরই ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসেন ভারতের বাঁহাতি ওপে্নার। প্রথম দশে থাকা ব্যাটারদের তালিকায় একমাত্র ভারতীয় মহিলা ব্যাটার হিসেবে রয়েছেন স্মৃতি। তৃতীয় ওয়ান ডে ম্যাচে ১৩৫ রান করেছেন তিনি। এছাড়া প্রথম ও দ্বিতীয় ম্য়াচে যথাক্রমে স্মৃতির রান ছিল ৪১ ও ৭৩। স্মৃতি ওয়ান ডে ব্যাটার হওয়ার দৌড়ে পেছনে ফেলে দেন শ্রীলঙ্কার চামারি আত্তাপাত্তু ও অস্ট্রেলিয়ার অ্য়ানাবেলা স্যাদারল্যান্ডকে।
View this post on Instagram
গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ম্য়াচে পারথে শতরান হাঁকিয়েছিলেন স্মৃতি। সেই ম্য়াচে ১০৫ রানের ইনিংস খেলেছিলেন। ১৪টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। গোটা বছরে মোট চারটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ১৩ ম্য়াচ খেলে তিনটি অর্ধশতরানও রয়েছে। এক ক্যালেন্ডার বর্ষে মহিলা ক্রিকেটে যা সর্বাধিক। মোট ৯৫টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকিয়েছেন গোটা বছরে।
২০২৪ সালের সেরা যে টি-টোয়েন্টি দল বেছে নিয়েছে আইসিসি, তাতেও রয়েছেন স্মৃতি মন্ধানা। দলে সুযোগ পেয়েছেন তিন ভারতীয় মহিলা ক্রিকেটার। তাঁরা হলেন স্মৃতি মন্ধানা, রিচা ঘোষ ও দীপ্তি শর্মা। ভারতীয় দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর সু্যোগ পাননি একাদশে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে আদৌ খেলতে পারবেন বুমরা? চিন্তা বাড়ছে দলের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
