IND vs PAK: ছেলে রিজার্ভ প্লেয়ার হিসেবে জাতীয় দলের সঙ্গে, পাকিস্তান ম্য়াচ শুরুর আগে কী বললেন আবেশের বাবা?
T20 World Cup 2024: অন্যদিকে ইন্দোরে আবেশের বাড়িতে তাঁর বাবা চোখ রাখবেন টিভির পর্দায়। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে হাইভোল্টেজ মহারণগুলোর একটি ভারত-পাক যুদ্ধ।
ইন্দোর: আইপিএলে ধারাবাহিক ভাল পারফরম্য়ান্সের পুরস্কার পেয়েছে ছেলে। টি-টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup 2024) মূল ভারতীয় দলে না হলেও রিজার্ভ প্লেয়ার হিসেবে দলে ঢুকে পড়েছেন আবেশ খান। রোহিত, বিরাটদের সঙ্গে নেটে অনুশীলন সারতেও দেখা যাচ্ছে মধ্যপ্রদেশের এই পেসারকে। আজ ভারত-পাকিস্তান ম্য়াচে একাদশে তিনি না থাকলেও ডাগ আউটে অবশ্যই থাকবেন। অন্যদিকে ইন্দোরে আবেশের বাড়িতে তাঁর বাবা চোখ রাখবেন টিভির পর্দায়। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে হাইভোল্টেজ মহারণগুলোর একটি ভারত-পাক যুদ্ধ। আবেশের বাবা মনে করেন শুধু দুই দেশের নয়। গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমী মানুষই এই ম্য়াচ দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন বলে মনে করছেন তারকা পেসারের বাবা।
ম্য়াচের আগে এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে আবেশ খানের বাবা আশিক খান বলেন, ''শুধু ভারত বা পাকিস্তানের সমর্থকরাই নন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ হোক বা যে টুর্নামেন্টই হোক না কেন, ভারত-পাকিস্তান ম্য়াচের উত্তেজনা গোটা বিশ্বের মানুষ অনুধাবন করেন। গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা এই ম্য়াচ দেখার জন্য় মুখিয়ে রয়েছেন।''
গত আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে ১৫ ম্য়াচ খেলতে নেমে মোট ১৯ উইকেট তুলে নিয়েছিলেন আবেশ। ছেলে বিশ্বকাপের মঞ্চে নামতে পারেননি এখনও। মূল দলের কোনও পেসার চোট পেয়ে ছিটকে গেলে হয়ত সুযোগ আসতে পারে তাঁর। তবে আবেশের বাবা বলছন, ''বিশ্বকাপে খেলুক বা না খেলুক, ভারতীয় দলের সঙ্গে রয়েছে আবেশ। এটাই গর্বের মুহূর্ত আমাদের জন্য। গোটা ইন্দোরবাসীর জন্য ও ভারতের জন্য।''
শেষবার ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। সেবার বিরাট কোহলির অপরাজিত ৮২ রানের ইনিংস দলকে জয় এনে দিয়েছিল। এরপর এশিয়া কাপ ও ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চেও গত বছর মুখোমুখি হয়েছিল ২ দল। কিন্তু দুবারই জয় ছিনিয়ে নিয়েছিল রোহিতের দল। আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও খাতায় কলমে এগিয়ে থেকেই মাঠে নামবে টিম ইন্ডিয়া।
পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ভারত খেলতে নেমেছিল ২০০৭ সালে। সেই ম্য়াচ টাই হয়েছিল। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে ডারবানের সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত তোলে ১৪১/৯। জবাবে পাকিস্তান ২০ ওভারে ১৪১/৭ স্কোরেই আটকে যায়। ম্যাচ টাই হয়। তখনও সুপার ওভার চালু হয়নি। বোল আউটে পাকিস্তানকে হারায় মহেন্দ্র সিংহ ধোনির ভারত।