Fifa World Cup 2022: মেসিদের খেলা দেখতে বিয়ে বাতিল করে কাতারে আর্জেন্তিনার ভক্ত, পেয়ে গেলেন চাকরিও
Qatar 2022: ২৭ বছরের তরুণের বাড়ি আর্জেন্তিনার তুকুমানে। ১৮ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল ভিক্তোরিওর। কিন্তু সেই বিয়ে স্থগিত করে কাতারে পৌঁছে গিয়েছেন ভিক্তোরিও।
দোহা: জীবনে এমন অনেক কিছুই ঘটে, যা পূর্ব নির্ধারিত নয়। আবার আগে থেকে সব কিছু নির্ধারণ করা থাকলেও কি তা নিয়মমাফিক হয়?
আর্জেন্তিনার (Argentina) ভিক্তোরিও স্তক বেরায়োন্দোর ঘটনা শুনলে তাই মনে হবে। ২৭ বছরের তরুণের বাড়ি আর্জেন্তিনার তুকুমানে। ১৮ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল ভিক্তোরিওর। কিন্তু সেই বিয়ে স্থগিত করে কাতারে পৌঁছে গিয়েছেন ভিক্তোরিও। বিশ্বকাপে লিওনেল মেসিদের হয়ে গলা ফাটাতে।
আর মরুদেশে গিয়ে আর এক অভিজ্ঞতা হল ভিক্তোরিওর। তাঁর কথায়, 'একটি ভ্রমণ সংস্থায় ইন্টারভিউ দিয়েছিলাম। তারা আমাকে কাতারে আসতে বলেছিল। সেখানেই চাকরি পাকা হয়ে গিয়েছে।'
সেই মতো বাক্স প্যাঁটরা গুছিয়ে ১৮ নভেম্বর কাতারে পৌঁছে যান ভিক্তোরিও। ১৯ ডিসেম্বর পর্যন্ত থাকার পরিকল্পনা রয়েছে। ১৮ ডিসেম্বর বিশ্বকাপের ফাইনালও দেখতে চান। তবে বান্ধবী ক্যানদেলারিয়াকে ছেড়ে আসা সুখস্মৃতি ছিল না। ভিক্তোরিও বলছেন, 'ও খুব কাঁদছিল। বিশ্বকাপ ফাইনালের দিন বিয়ে ঠিক হয়েছিল। তবে ও বলেছে, এইরকম সুযোগ জীবনে হয়তো একবারই আসে। এই বোঝাপড়াটা দেখিয়েছে বলে ওর কাছে আমি কৃতজ্ঞ। ও পাশে না দাঁড়ালে এই অসাধারণ অভিজ্ঞতা হতো না।'
আপাতত বিয়ের জন্য জানুয়ারি মাসে নতুন দিন ঠিক করেছে যুগলে। কাতার থেকে হবু স্ত্রীর জন্য আংটিও কিনে ফেলেছেন ভিক্তোরিও। দুটি আংটির ছবি তুলে পাঠিয়েছিলেন বান্ধবীকে। তাঁর দুটিই পছন্দ হওয়ার জোড়া আংটিই কিনেছেন ভিক্তোরিও। তবে পেয়েছেন অবাক করা ছাড়। তাঁর কথায়, 'দুটি আংটির দাম ৪০০ ডলার। তবে আমি আর্জেন্তিনা ফুটবল দলের ভক্ত হওয়ায় ৩০০ ডলার দিতে হয়েছে। ১০০ ডলার ছাড় দিয়েছে।'
পেশায় চিকিৎসক ভিক্তোরিওকে কাতারের একটি হাসপাতালে চাকরির প্রস্তাব দিয়ে রেখেছেন এক শেখও।
সেয়ানে সেয়ানে
আর্জেন্তিনা ও ক্রোয়েশিয়া, দুই দলই টাইব্রেকারে কোয়ার্টার ফাইনাল জিতে শেষ চারে জায়গা করে নিয়েছে। আর্জেন্তিনা নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২ গোলে এগিয়ে গিয়েছিল। তার পরেও ২-২ ফলে শেষ হয় ৯০ মিনিট। অতিরিক্ত সময়ে কোনও দলই গোল পায়নি। টাইব্রেকারে বিপক্ষের ২টি শট রুখে দিয়ে নায়ক আর্জেন্তিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।
অন্যদিকে ব্রাজিলের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে নেমার দ্য সিলভা স্যান্তোস জুনিয়রের দুরন্ত গোলে পিছিয়ে পড়েছিল ক্রোয়েশিয়া। কিন্তু ইভান পেরিসিচ সমতায় ফেরান ক্রোটদের। তারপর টাইব্রেকারে জিতে শেষ চারে পৌঁছয় ক্রোয়েশিয়া।
আন্তর্জাতিক ফুটবলে এখনও পর্যন্ত ৫ বার মুখোমুখি হয়েছে আর্জেন্তিনা ও ক্রোয়েশিয়া। রেকর্ড বলছে, টক্কর হয়েছে সেয়ানে সেয়ানে। দুই দলই দুটি করে ম্যাচ জিতেছে। একটি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে।
আরও পড়ুন: ফিরছেন ঈশান, ইডেনে ৪ পেসারে উত্তরপ্রদেশকে ঘায়েল করার অঙ্ক অধিনায়ক মনোজের