আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
এক্সপ্লোর
Advertisement
MBSG vs Mumbai City: প্রতিশোধ নেবে মোহনবাগান? কোথায়-কখন দেখবেন ISL-এ সবুজ-মেরুন শিবিরের প্রথম ম্যাচ?
Mohun Bagan Super Giant vs Mumbai City FC: পরিসংখ্যান বলছে, ইন্ডিয়ান সুপার লিগে (ISL) মোহনবাগান সুপার জায়ান্টের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি।
কলকাতা: পরিসংখ্যান বলছে, ইন্ডিয়ান সুপার লিগে (ISL) মোহনবাগান সুপার জায়ান্টের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি (Mohun Bagan Super Giant vs Mumbai City FC)। এ পর্যন্ত দশবার মুখোমুখি হয়ে মোহনবাগান জিতেছে মাত্র একবার।একটি ম্যাচ ড্র হয়েছে দুই দলের মধ্যে। বাকি আটবারই হেরেছে মোহনবাগান। সেই মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধেই এই মরশুমের প্রথম ম্যাচ খেলতে নামছে সবুজ-মেরুন বাহিনি। মোহনবাগানের কোচ হোসে মোলিনা বলছেন, সেই ম্যাচের জন্য তৈরি তাঁর ফুটবলাররা।
শুক্রবার সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হতে চলেছে গতবারের লিগ শিল্ডজয়ী মোহনবাগান সুপার জায়ান্ট। চার মাস আগে এই যুবভারতীতেই আইএসএল ফাইনালে ৩-১-এ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল আরব সাগর পাড়ের দল। অথচ তার তিন সপ্তাহ আগে লিগ পর্বের শেষ ম্যাচে তাদেরই হারিয়ে লিগশিল্ড জেতে মোহনবাগান। দুই দলের প্রতিদ্বন্দ্বিতা ইন্ডিয়ান সুপার লিগকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
পরের মাসেই রয়েছে ডার্বি। কিন্তু সেই ম্যাচ নিয়ে এখন ভাবতেই চান না মোলিনা। আপাতত তাঁর ভাবনা জুড়ে রয়েছে মুম্বই সিটি ম্যাচ। তিনি বলেছেন, 'আমি এখন শুধু কালকের মুম্বই সিটি ম্যাচ নিয়েই ভাবছি। ডার্বির জন্য যথেষ্ট সময় রয়েছে। আপাতত আমাদের প্রতিদ্বন্দ্বী মুম্বই সিটি এফ সি। তার জন্য দলকে প্রস্তুত করেছি। আশা করি কাল একটা ভাল ম্যাচ দেখা যাবে। আমরা মানসিকভাবে তৈরি। দুটো দলই যথেষ্ট ভাল। আমরা সব সময় চাইব, ওদের থেকে মানসিকভাবে এগিয়ে থাকতে। কাল আমাদের ছেলেরা সেরাটা দেবে।'
তবে আইএসএল শুরুর আগে বাড়তি সতর্ক সবুজ-মেরুন কোচ। মোলিনা খোলাখুলি বলেছেন, 'মাত্র ছ'সপ্তাহের প্রস্তুতিতে দল ডুরান্ড কাপে যে রকম খেলেছে, তাতে আমি খুশি। আমাদের আরও উন্নতি করতে হবে। দলের খেলোয়াড়দের আন্তরিকতা, অধ্যবসায় আমাকে মুগ্ধ করেছে। তবে প্রাক মরশুম প্রস্তুতি একেবারে নিখুঁত হয়েছে বলব না। আরও প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে ভাল হতো। আরও বেশি অনুশীলন প্রয়োজন ছিল।'
কাদের ম্যাচ
আইএসএলে শুক্রবার মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট ও মুম্বই সিটি এফ সি
কোথায় খেলা
ম্যাচটি হবে সল্ট লেকে যুবভারতী স্টেডিয়ামে
কখন শুরু
ম্যাচের কিক অফ সন্ধ্যা ৭.৩০
কোথায় দেখবেন
টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে
অনলাইন স্ট্রিমিং
মোবাইল ফোনে জিও সিনেমা অ্যাপে দেখা যাবে সরাসরি সম্প্রচার
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা করে দিল বাংলাদেশ, কারা পেলেন সুযোগ?
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ক্রিকেট
জেলার
Advertisement