IPL Highlights: কলকাতায় ক্যাপ্টেন কুল, মুম্বই-লখনউয়ের হার, আইপিএলের সেরা খবর এক ঝলকে
Top 5 News IPL 2023: আইপিএলের সেরা পাঁচ খবর এক ঝলকে।
কলকাতা: শহরের আইপিএল (IPL) উন্মাদনা এক লাফে দ্বিগুণ করে দিয়ে কলকাতায় পৌঁছে গেলেন মহেন্দ্র সিংহ ধোনি। রবিবার ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে। হেরে গেল লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের সেরা পাঁচ খবর এক ঝলকে।
মাহির নাইট-আউট
শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় কলকাতায় পৌঁছে গেলেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। ঝুলিতে ২৪০টি আইপিএল (IPL 2023) ম্যাচ। ৫০৩৭ রান। ২৪টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ৮৪। স্ট্রাইক রেট ১৩৫.৩৭। এবারের আইপিএলে আরও ভয়ঙ্কর মাহি। ২১০.৭১ স্ট্রাইক রেটে রান করছেন। যে রেকর্ড শুনলে বিশ্বের যে কোনও বোলারের কপালে শ্বেতবিন্দু জমা হবেই।
কীভাবে রবিবার ইডেনে (Eden Gardens) মাহি-ম্যাজিক ফিকে করা সম্ভব? কলকাতা নাইট রাইডার্স শিবিরে নানারকম অঙ্ক কষা চলছে। যার মধ্যে সবার আগে উঠে আসছে একটাই অস্ত্রের নাম।
সুনীল নারাইন। আইপিএল গ্রহে যিনি বিস্ময়-স্পিনার তকমা নিয়ে আছড়ে পড়েছিলেন। তাঁর ভেল্কিতে ঘায়েল হয়েছেন তাবড় ব্যাটাররা। তারপর থেকে একাধিকবার তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। বাধ্য হয়েছেন অ্যাকশন বদলাতে। কেউ কেউ বলেন, ক্যারিবিয়ান স্পিনারের বলে আগে যে বিষ ছিল, এখন আর ততটা নেই।
তবে নারাইনের সামনে পড়লে মহেন্দ্র সিংহ ধোনি যেন কিছুটা হোঁচট খান। পরিসংখ্যান দেখুন। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে নারাইনের ৯১ বল খেলেছেন ধোনি। করেছেন মাত্র ৪৮ রান। অবিশ্বাস্য শোনালেও, নারাইনের বলে ধোনি মেরেছেন মাত্র ১টা চার। দুবার আউটও হয়েছেন নারাইনের বলে। ক্যারিবিয়ান স্পিনারের বিরুদ্ধে ধোনির স্ট্রাইক রেট ৫৩! কোথায় সেই ব্যাটিং বিক্র
ম। হেলিকপ্টার শটের শাসন!
কেকেআরের আরেক স্পিনার বরুণ চক্রবর্তীর বিরুদ্ধেও ধোনির রেকর্ড চমকে ওঠার মতো। বরুণের বিরুদ্ধে ১৬ বলে মাত্র ১১ রান করেছেন। ৩ বার আউট হয়েছেন বরুণের বলে।
কেকেআরের তূণে যোগ হয়েছে আরেক নতুন স্পিন-অস্ত্র। সুয়শ শর্মা। যিনি আইপিএল অভিষেকেই চমক দিচ্ছেন। দিল্লির লেগস্পিনারও ধোনিকে পরীক্ষার মুখে ফেলতে পারেন।
লখনউয়ের হার
লো স্কোরিং ম্যাচও যে কতটা উত্তেজনাপূর্ণ হতে পারে, তা বোধহয় গুজরাত টাইটান্স বনাম লখনউ সুপারজায়ান্টস ম্যাচ না দেখলে বোঝাই যেত না। মাত্র ১৩৬ রানের লক্ষ্যমাত্রা তাড়়া করতে নেমেও নাস্তানাবুদ হতে হল কে এল রাহুলের দলকে। শেষ ওভারে মাত্র ১২ রান দরকার ছিল। কিন্তু অভিজ্ঞ মোহিত শর্মার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সেই রানই তুলতে পারল না লখনউ সুপারজায়ান্টস। মাত্র ৪ রান খরচ করে ২ উইকেট তুলে নিলেন মোহিত ইনিংসের শেষ ওভারে। লখনউ শেষ ওভারে হারাল ৪টি উইকেট। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১২৮ রানের বেশি তুলতে পারেনি লখনউ শিবির।
জয়ী পাঞ্জাব
জয়ের জন্য ২১৫ রানের লক্ষ্য একেবারেই সহজ ছিল না। তবে একসময় রোহিত শর্মা, সূর্যকুমার যাদব ও ক্যামেরন গ্রিনের দাপটে তড়তড়িয়ে জয়ের দিকে এগোচ্ছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু শেষমেশ লড়াই করেও রানে হারতেই হল পল্টনদের। চাপের মুখে শেষ ওভারে দুরন্তভাবে ১৬ রানে ডিফেন্ড করলেন পাঞ্জাবের তারকা বোলার অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। শেষ ওভারে মাত্র দুই রান খরচ করে দুই উইকেট নেন অর্শদীপ। নির্ধারিত ২০ ওভারে ২০১/৬ থামল মুম্বইয়ের ইনিংস।
ঈদপালন
খুশির ঈদ (Eid 2023)। আর তাঁরা বাড়িতে নেই। পরিবারের সদস্যদের থেকে অনেক দূরে। তা বলে কি উদযাপন করবেন না!
ঈদের দিন সকলে মিলে একসঙ্গে নমাজ পড়লেন গুজরাত টাইটান্সের (GT) ক্রিকেটারেরা। একে অপরকে শুভেচ্ছা জানালেন রশিদ খান, মহম্মদ শামিরা।
কয়েকদিন আগে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই ছবিতে দেখা গিয়েছিল যে, রশিদ খানদের সঙ্গে মেঝেতে কার্পেট বিছিয়ে বসে ইফতার সারছেন হার্দিক পাণ্ড্য। যিনি গুজরাত টাইটান্সের অধিনায়ক। হার্দিকের নেতৃত্বে গতবার আইপিএলে নেমেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। দলের ক্রিকেটারদের সংহতি যে তাঁদের কাছে কত বড় সম্পদ, একাধিকবার তা বলেছেন হার্দিক। ক্রিকেট মাঠে যে ধর্মের ভেদাভেদ প্রভাব ফেলে না, সেটা প্রতিফলিত হয়েছিল রশিদ খানদের সঙ্গে হার্দিকের ইফতারে যোগ দেওয়ার ছবিতে।
মেন্টর মাহি
মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) এবার ক্লাস নিলেন সানরাইজার্স হায়দরাবাদের (SRH) ক্রিকেটারদের। এবং সেটাও মাঠের লড়াইয়ে হায়দরাবাদকে হারিয়ে উঠে। ধোনির সঙ্গে কথা বলতে রীতিমতো ভিড় জমিয়ে ফেলেন হায়দরাবাদ ক্রিকেটারেরা। দেখা যায়, সানরাইজার্স হায়দরাবাদের ১১ জন ক্রিকেটার হাডল করে দাঁড়িয়ে রয়েছেন ধোনির চারপাশে। বিজয়ী অধিনায়ক তাঁদের হাত নেড়ে বিভিন্ন জিনিস বোঝাচ্ছেন। দেখে বোঝার উপায় নেই, মাঠে তাঁরা প্রতিপক্ষ ছিলেন। বরং ধোনি যেন তরুণদের মেন্টর।
সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে। চেন্নাই সুপার কিংসও সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছে। ক্যাপশনে লিখেছে, এই মাস্টারক্লাসে উপস্থিতির সংখ্যা একশো শতাংশ। উমরন মালিক থেকে শুরু করে আব্দুল সামাদ - হায়দরাবাদের তরুণ ক্রিকেটারেরা মনোনিবেশ করলেন ক্যাপ্টেন কুলের ক্লাসে। দেখলে বিভ্রান্ত হতে পারেন, হায়দরাবাদের কোচের নাম ব্রায়ান লারা, নাকি ধোনি?