IPL 2021, KKR vs CSK: রক্তাক্ত ডু প্লেসি মাঠে, সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত সিএসকে তারকা
IPL 2021, KKR vs CSK: কিন্তু তার থেকেও বেশি নজর কেড়েছে অন্য একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে যে সিএসকে তারকার হাঁটুতে চাপ চাপ রক্ত। আর তা নিয়েও ফিল্ডিং করে চলেছেন ডু প্লেসি।
আবু ধাবি: তাঁর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠেনি কোনওদিনই। বয়স বেড়েছে, কিন্তু এখনও ক্রিকেটের প্রতি প্রেম একইরকম ফাফ ডু প্লেসির। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে রবিবার মাঠে নেমে ওপেনিংয়ে দুর্দান্ত ইনিংস খেলেছেন প্রোটিয়া তারকা। তাঁর দলও জিতেছে। কিন্তু তার থেকেও বেশি নজর কেড়েছে অন্য একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে যে সিএসকে তারকার হাঁটুতে চাপ চাপ রক্ত। আর তা নিয়েও ফিল্ডিং করে চলেছেন ডু প্লেসি।
Respect×100 for Faf du plessis 💛
— SPREAD.DHONISM 🦁™ (@Spreaddhonism7) September 26, 2021
.#fafduplessis #ChennaiSuperKings #whistlepodu pic.twitter.com/AHtSIcaNsH
ফিল্ডিংয়ের সময় বারবার ক্যামেরা তাক করছিল ডু প্লেসির দিকে। বাউন্ডারি লাইনে একটি দুর্দান্ত ক্যাচও ধরেন এদিন কেকেআর অধিনায়ক অইন মর্গ্যানের। ঠিক তখনই দেখা যায় যে হাঁটুতে রক্ত ডু প্লেসির। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতেই আবেগপ্রবণ সিএসকে সমর্থকরা। কেউ লিখেছেন, 'ডু প্লেসি সিএসকের গর্ব' তো কেউ লিখেছেন, 'ওহ মাই গড! ডু প্লেসির হাঁটুতে রক্তের ছাপ।' আবার কেউ লিখেছেন, 'আজ তুমি অনেক সম্মান আদায় করে নিলে ডু প্লেসি। রক্ত ঝড়ছে, তবুও তুমি খেলে গিয়েছ। অসাধারণ নিষ্ঠা, দায়বদ্ধতা।'
Omg! He is bleeding. #fafduplessis https://t.co/Ha8GIdN1la
— Pradeep Suresh (@pradeepsuresh4) September 26, 2021
এদিন কলকাতার বিরুদ্ধে ম্যাচে জয় হাসিল করে নেয় চেন্নাই সুপার কিংস। ম্য়াচ গড়িয়েছিল শেষ ওভারে। সেখানও চিত্রনাট্যে ছিল পরতে পরতে উত্তেজনা। ২ উইকেট পরপর তুলে নিয়েও ম্যাচে জয় ছিনিয়ে আনতে পারল না নাইট রাইডার্স। সিএসকের বিরুদ্ধে আবু ধাবিতে হার হজম করতে হল মর্গ্যান বাহিনীকে। শেষ ওভারে ৪ রান দরকার ছিল সিএসকের। কিন্তু সেখানও ম্যাচ জমিয়ে দিয়েছিলেন সুনীল নারাইন। পরপর ২ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। একটা সময় ১ বলে ১ রান দরকার ছিল চেন্নাইয়ের। কিন্তু শেষ বলে দৌড়ে সিঙ্গলস নিয়ে চেন্নাইয়ের জয় এনে দেন দীপক চাহার।
@faf1307 u earned more respect today
— Raghav (@ra_gh_av) September 26, 2021
He had been bleeding on his left leg but continuing to play
What a dedication u have 👏👏👏
In 2019 watson and now faf shows
Csk players have so much love for franchise and cricket 💓#CSK#WhistlePodu#fafduplessis #IPL2021 pic.twitter.com/9jDB3NtqCn
১৭২ রানের লক্ষ্যমাত্রা ছিল এদিন সিএসকের সামনে কেকেআর ম্যাচে জয়ের জন্য। দারুণ শুরুও করেছিলেন ঋতুরাজ গায়কোয়াড ও ফাফ ডু প্লেসি। ২ জনে মিলে বোর্ডে ৭৪ রান যোগ করে নিয়েছিলেন। চেন্নাই শিবিরে প্রথম আঘাত হানেন রাসেল। গায়কোয়াড ২ টো বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৪০ রান করে আউট হন। আক্রমণাত্মক মেজাজে ছিলেন ডু প্লেসিও। ৭টি বাউন্ডারির সাহায্যে ৩০ বলে ৪৩ রান করেন তিনি।