Shreyas Iyer: টি-টোয়েন্টি ফর্ম্য়াটে কেমন পারফর্মার শ্রেয়স? নিজেকে কত নম্বর দিলেন পাঞ্জাব অধিনায়ক?
IPL 2025: পাঞ্জাব কিংস ২৬ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে তাঁকে দলে নিয়েছে। তাঁকে অধিনায়কও নির্বাচিত করা হয়েছে। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নিজেকে দশে দশ নম্বর দিচ্ছেন শ্রেয়স।

মুম্বই: তাঁর নেতৃত্বেই গত মরশুমে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স(Kolkata Knight Riders) । এই মরশুমের আগেই নিজেকে নিলামে তুলেছিলেন। সেখান থেকে পাঞ্জাব কিংস ২৬ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে তাঁকে দলে নিয়েছে। তাঁকে অধিনায়কও নির্বাচিত করা হয়েছে। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নিজেকে দশে দশ নম্বর দিচ্ছেন শ্রেয়স। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে শ্রেয়স বলেছেন, ''নিজের ওপর কোনওদিনই সংশয় ছিল না আমার। আমি নিজেকে বরাবর দশে ১০ দিয়ে থাকি, যদি নম্বরের নিরিখে বিচার করা হয়।'' অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ার দিল্লি ক্যাপিটালসকে ২০২০ সালে ফাইনালে তুলেছিলেন। আবার শ্রেয়সের নেতৃত্বেই দশ বছর পর আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর। এছাড়া ঘরোয়া ক্রিকেটেও গত মুস্তাক আলি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শ্রেয়সের নেতৃত্বাধীন মুম্বই।
দেশের জার্সিতে ৫১টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছেন শ্রেয়স। মোট ১১০৪ রান করেছেন তিনি। গড় ৩০.৬৬। স্ট্রাইক রেট ছিল ১৩৬। ৪৭টি ইনিংসে ব্য়াট করতে নেমে মোট ৮টি অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি। ব্যক্তিগত সর্বােচ্চ অপরাজিত ৭৪। মোট ২২৩টি টি-টোয়েন্টি ম্য়াচে ৫৯৭৪ রান করেছেন তিনি। শ্রেয়স বলছেন, ''আমি যেমন প্লেয়ার, তেমনই থাকার চেষ্টা করি। আমার এমন কোনও গ্রুপ আলাদা নেই যাঁদের সঙ্গে আমি আলাদা করে চিল আউট করি, মজা করি বা সময় কাটাই। নিজে যেরকম, সেরকমই থাকার চেষ্টা করি মাঠেও। এটাই হয়ত আমার ব্য়ক্তিত্ব। দলের প্লেয়াররা যে যেমন ভাবে থাকতে চায়, আমি তাঁদের সেই স্বাধীনতা দিতে চাই। কেউ কোনও নির্দিষ্ট ধরণ অবলম্বন করুক, তা কখনওই চাইব না। তবে যখনই মাঠে থাকি সবাই, একটাই লক্ষ্য নিয়ে নামি আমরা প্রত্যেকে। তখন দলের প্রত্যেক সদস্যের একটাই উদ্দেশ্য থাকে। ম্য়াচে দলের জয়।''
অন্যদিকে পাঞ্জাব কিংস এবার রিটেন করেছে গত মরশুমে দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করা শশাঙ্ক সিংহ ও প্রভসিমরণ সিংহকে। এছাড়া নিলাম থেকে যুজবেন্দ্র চাহালকে ১৮ কোটি টাকা মূল্যে দলে নেওয়া হয়েছে। শ্রেয়সকে পাঞ্জাব দলে নেওয়া নিয়ে অনেকেই বলেছেন, সুপারহিট বীরজারা সিনেমার 'বীর' শাহরুখ খানের দলকে আইপিএল ট্রফি দেওয়া ক্রিকেটারের ওপর এবার লগ্নি করছে কোনওদিন আইপিএল ট্রফি জয়ের স্বাদ না পাওয়া 'জারা' প্রীতি জিন্টার দল।
আরও পড়ুন: ন্যূনতম দাম ৮০০ টাকা, ইডেনে সূর্য-বাটলারদের দ্বৈরথ দেখতে হল কত খরচ করতে হবে জানেন?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
