Mozilla Firefox: এই ব্রাউজার ব্যবহারে চুরি হতে পারে গোপন তথ্য ! সতর্ক করল কেন্দ্র
Cyber Security Alert: সম্প্রতি মোজিলা ফায়ারফক্স ওয়েব ব্রাউজারের (Mozilla Firefox) জন্য ঝুঁকির সঙ্কেত জানিয়েছে এবং ব্যবহারকারীদের সতর্ক করেছে। জালিয়াতরা আপনার কম্পিউটার থেকে গোপন তথ্য চুরি করতে পারে।
CERT Warning: ওয়েব ব্রাউজার মোজিলা ফায়ারফক্সে এক বড় সমস্যা দেখা যাচ্ছে। ভারতের সাইবার সিকিউরিটি এজেন্সি (Cyber Security) কম্পিউটার এমারজেন্সি রেসকিউ টিম সংক্ষেপে সার্ট (CERT) সম্প্রতি মোজিলা ফায়ারফক্স ওয়েব ব্রাউজারের (Mozilla Firefox) জন্য ঝুঁকির সঙ্কেত জানিয়েছে এবং ব্যবহারকারীদের সতর্ক করেছে। CERT-In জানিয়েছে যে এই সমস্ত খামতির অপব্যবহার করে হ্যাকার ও জালিয়াতরা আপনার কম্পিউটার (Web Browser) থেকে গোপন তথ্য চুরি করতে পারে। এই একই সমস্যা দেখা গিয়েছে ফায়ারফক্সের পুরনো ভার্সন, থান্ডারবার্ড ইমেল ও ইএসআর ভার্সনেও।
সাইবার সিকিউরিটি এজেন্সি সার্ট ইন সতর্কবার্তা জারি করেছে এই বিষয়ে। ফায়ারফক্স ১৩১, থান্ডারবার্ড ১২৮.৩ এবং ১৩১, ফায়ারফক্স ইএসআর ১২৮.৩ এবং ১১৫.১৬-এর থেকে পুরনো ভার্সনগুলিতে এখন বাড়ছে ঝুঁকির মাত্রা। হ্যাকারদের আক্রমণ বাড়তে পারে এই ধরনের ওয়েব ব্রাউজারে। হ্যাকাররা এই খামতিগুলির অপব্যবহার করে আপনার তথ্য চুরি করতে পারে। আপনার ডিভাইসের সুরক্ষা ছিনিয়ে নিতে পারে জালিয়াতরা। এমনকী ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে হ্যাকাররা আপনার কম্পিউটার বা ল্যাপটপে থাকা গোপন তথ্য অনায়াসে চুরি করে নিতে পারে।
ভুয়ো ফাইল ডাউনলোড করাতে পারে হ্যাকাররা
CERT-In এর মতে হ্যাকাররা খুব সহজেই আপনাকে ফাঁদে ফেলতে পারে ভুয়ো ফাইল কম্পিউটার বা ল্যাপটপে ডাউনলোড করিয়ে। এছাড়া আপনি নিজের সিস্টেমকে নিজেই ঝুঁকির মুখে ফেলতে পারেন ক্লিকজ্যাকিং-এর মাধ্যমে। এই জন্য নিজেকে সুরক্ষিত রাখতে CERT-In জানিয়েছে ফায়ারফক্স এবং থান্ডারবাইন্ড ব্যবহারকারীদের অবিলম্বে এই সার্চ ইঞ্জিন আপডেট করতে হবে। হ্যাকাররা চাইলে আপনার সিস্টেমে বেশ কিছু ওয়েব ট্রান্সপোর্ট রিকোয়েস্ট পাঠিয়ে ডিনায়াল অফ সার্ভিস (DoS) করে দিতে পারে। এতে আপনার সিস্টেম হ্যাক হলে আর কোনো কাজই করবে না। আপনি কোনোভাবেই এতে আর কাজ করতে পারবেন না।
এভাবে আপডেট করুন সফটওয়্যার
সফটওয়্যার আপডেট করতে গেলে প্রথমে মোজিলা ফায়ারফক্সের মেনু বক্স থেকে হেল্প সেকশনে যেতে হবে। তারপর ক্লিক করতে হবে About Firefox বা About Therderbird- অপশনে। এখানে আপডেট ডাউনলোড ও ইন্সটল করতে হবে। আপডেট সম্পূর্ণ হলে আপনি একটা সবুজ চিহ্ন দেখতে পাবেন। এরপরেই আপনি সুরক্ষিতভাবে ব্রাউজারে কাজ করতে পারবেন, ঝুঁকিও অনেকটাই কমবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: iQoo Phones: বছরশেষে গ্রাহকদের জন্য নতুন ফোন লঞ্চ করতে চলেছে আইকিউওও সংস্থা, কোন মডেল আসছে?