7 Tay Bangla : শুভেন্দু-অভিষেকের দুর্নীতি তরজা, জহরকে ঘিরে বিতর্ক। গরু উদ্ধারে চাঞ্চল্য মঙ্গলকোটে।
অডিও ক্লিপ হাতে থাকলে প্রকাশ করুন, অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর। ‘সুদীপ্ত সেনের চিঠির মতো গলা নকল করিয়ে অডিও ক্লিপ নয়তো?’ বিনয় মিশ্রের সঙ্গে কথোপকথনের অভিষেকের দাবি নিয়ে পাল্টা প্রশ্ন শুভেন্দুর। এতদিন কোথায় ছিলেন? অভিষেককে প্রশ্ন শুভেন্দু অধিকারীর।
বিতর্কের মধ্যেই গ্রুপ থেকে বাদ দিয়ে ফের নতুন গ্রুপে জহর! কেন সরানো হল তৃণমূলের আগের গ্রুপ থেকে? কেন গ্রুপ থেকে সরিয়ে ফের নতুন গ্রুপে জহর? দুর্নীতি নিয়ে সরব হওয়ায় চাপ তৈরি করার কৌশল? রাজ্যসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দিয়েও ফেরানো হল জহরকে! দলের মনোভাব জহরকে জানিয়ে দিলেন সুখেন্দুশেখর রায়: সূত্র।
গরুপাচার নিয়ে তোলপাড়ের মধ্যেই মঙ্গলকোটে গ্রেফতার । ৫৩টি গরু নিয়ে বীরভূমের দিকে যাওয়ার সময় ৪জন গ্রেফতার। নাকা চেকিং চলার সময় লরি ভর্তি গরু দেখে সন্দেহ। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর দিতে না পারায় গ্রেফতার: পুলিশ সূত্র। মুর্শিদাবাদে গরুপাচারকারী সন্দেহে সিআইডির হাতে গ্রেফতার ১।