7tay Bangla : হাইকোর্টে খারিজ নোট-মামলায় গ্রেফতার ঝাড়খণ্ডের বিধায়কদের আর্জি
হাইকোর্টে খারিজ নোট-মামলায় গ্রেফতার ঝাড়খণ্ডের বিধায়কদের আর্জি। সিবিআই কিংবা নিরপেক্ষ কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের আর্জি খারিজ। সিআইডি তদন্তের উপর স্থগিতাদেশের আর্জিও খারিজ করল হাইকোর্ট। ‘নিরপেক্ষভাবে, স্বচ্ছতার সঙ্গে তদন্ত চালিয়ে যেতে পারবে সিআইডি’। ‘গ্রেফতারি নিয়ে নেতাদের মন্তব্য মামলা হস্তান্তরের জন্য পর্যাপ্ত নয়’। হাওড়া থেকে ৪৯ লক্ষ টাকা-সহ গ্রেফতার হন ঝাড়খণ্ডের ৩ বিধায়ক। ‘পাঁচলা থেকে আটক, ফলে তদন্ত করতে রাজ্য পুলিশের অসুবিধে নেই’। ‘পুলিশের বিরুদ্ধে তদন্তে প্রক্রিয়াগত গাফিলতির অভিযোগও গ্রহণযোগ্য নয়’। ৩ সাসপেন্ডেড কংগ্রেস বিধায়কের আর্জি খারিজ করে জানিয়ে দিল হাইকোর্ট। ‘এফআইআর আপলোড করার জন্য ৭২ ঘণ্টার সর্বোচ্চ সময়সীমা আছে’। ‘সঙ্গে সঙ্গে এফআইআর আপলোড করা হয়নি বলে সিবিআই, এটা গ্রহণযোগ্য নয়’। তদন্তকারী সংস্থা নির্বাচন করার অধিকার নেই অভিযুক্তদের, দাবি রাজ্যের। ‘এই অভিযোগে একাধিক রাজ্যের যোগ, শুধু বাংলার পুলিশ কীভাবে তদন্ত করবে? সিবিআই চেয়ে সওয়াল ঝাড়খণ্ডের ৩ বিধায়কের, খারিজ করল হাইকোর্ট।