Ananda Sakal (Seg 2): চলে গেলেন সুর-সরস্বতী, রেখে গেলেন ৩০ হাজারেরও বেশি গান|Bangla News
বিদায় সুরসম্রাজ্ঞী। চলে গেলেন ভারতরত্ন লতা মঙ্গেশকর। করোনায় আক্রান্ত হয়ে ১১ জানুয়ারি থেকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ৩৬টিরও বেশি ভাষায় ৩০ হাজারের বেশি গান গেয়েছেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। রেখে গেলেন তাঁর অনবদ্য সৃষ্টি এবং লক্ষ লক্ষ অনুরাগীকে।
চলে গেলেন লতা মঙ্গেশকর। সুরসম্রাজ্ঞীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে বাংলার মুখ্যমন্ত্রী। শোকজ্ঞাপন করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী, রাহুল গাঁধী। শোকবার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীও।
টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে লড়ার সিদ্ধান্ত তৃণমূল নেতার। রাজপুর-সোনারপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছেন রাজীব পুরোহিত। দলীয় প্রার্থীর বিজেপি-যোগের অভিযোগ তুলে দল ছাড়ার কথা জানিয়েছেন তৃণমূলের ওয়ার্ড সভাপতি উত্তম সরকার।স্থানীয় নেতৃত্বকে অন্ধকারে রেখে প্রার্থী নির্বাচনেরও অভিযোগ তুলেছেন তিনি। সভাপতি নিজেই দলবিরোধী কাজ করছেন, প্রতিক্রিয়া তৃণমূল প্রার্থীর। শাসকদলের ঘরোয়া কোন্দলে জয়ের ব্যাপারে আশাবাদী এই ওয়ার্ডের বাম প্রার্থী। প্রার্থী বিক্ষোভ নিয়ে তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
প্রয়াত লতা মঙ্গেশকর। ২০০৯-এ হ্যালো ভিআইপি অনুষ্ঠানে এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-কে লতা মঙ্গেশকরকে নিয়ে কী বলেছিলেন আশা ভোঁসলে, দেখে নেব।