Tab Scam: পূর্ব বর্ধমানে ট্যাব কেলেঙ্কারি, মালদায় শিক্ষক গ্রেফতার |ABP Ananda LIVE
ABP Ananda LIVE: পূর্ব বর্ধমানে ট্যাব কেলেঙ্কারি, মালদায় শিক্ষক গ্রেফতার । মালদায় ধৃত ৫জনের মধ্যে স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক! । ভগবানপুর KBS স্কুলের শিক্ষক রকি শেখ গ্রেফতার । বৈষ্ণবনগরের বাড়ি থেকেই চুক্তিভিত্তিক শিক্ষক গ্রেফতার । ১২ ঘণ্টা ধরে জেরার পরে গ্রেফতার, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক বাজেয়াপ্ত । বিভিন্ন স্কুলের ইউজার আইডি পাচার করার অভিযোগে গ্রেফতার: সূত্র
আরও খবর..
জেলায় জেলায় 'তরুণের স্বপ্নের' কোটি কোটি টাকা গায়েব। '১০ হাজার অ্যাকাউন্টে ফেলতে দিলেই ৩০০ টাকা কমিশন!' ভাড়াটেদের অ্যাকাউন্টে পড়ছে ছাত্র-ছাত্রীদের হকের টাকা! কীভাবে, কোত্থেকে তথ্য-ফাঁস? ফরেন্সিক অডিট করাবে লালবাজার। সরশুনা, যাদবপুর, মানিকতলা, ওয়াটগঞ্জ, বেনিয়াপুকুর, কসবা। এখনও পর্যন্ত কলকাতার ৬টি থানায় ট্যাব নিয়ে অভিযোগ দায়ের। ট্যাব-কেলেঙ্কারি, জেলায় জেলায় এখনও পর্যন্ত ৫৬টি FIR দায়ের। ঝাড়গ্রামে ট্যাবের টাকা লোপাট, সবচেয়ে বেশি ১০টি FIR। শিলিগুড়িতে ২, কালিম্পঙে ৩, বীরভূম-বাঁকুড়ায় ১টি করে FIR। ইসলামপুর, আসানসোল-দুর্গাপুর, মুর্শিদাবাদ, হাওড়া। পূর্ব মেদিনীপুর, বারাসাত, বসিরহাট, চন্দননগরেও FIR: পুলিশ সূত্র। ট্যাবের টাকা গায়েব-চক্র জড়িত থাকার অভিযোগ, ৮জন গ্রেফতার।