Yoga: ঋতুকালীন সমস্য়া? যোগাসনে মিলতে পারে রেহাই | ABP Ananda LIVE
ABP Ananda Exclusive: মহিলাদের মূলত ঋতুকালীন যে সমস্যাগুলি এসে যায়, সেই সমস্যা থেকে মুক্তি পেতে সহায়ক কিছু যোগাসন রয়েছে। ঋতুকালীন সময়ে যোগাসনগুলি করা না গেলেও পরবর্তী সময়ে করলেও কিছু সমস্যা থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। কোন কোন যোগাসনগুলি করা উচিত মহিলাদের জেনে নিন।
লোকসভা ভোটে বিপুল জয়ের মধ্য়েও, তৃণমূলের কাঁটা হয়েছে পুরসভাগুলি! লোকসভা ভোটের ফল অনুযায়ী, শহুরে মানুষের একটা বড় অংশই মুখ ফিরিয়ে নিয়েছে রাজ্য়ের শাসক দলের থেকে। এই আবহেই নবান্নে পুর প্রধান ও মন্ত্রীদের বৈঠকের পর সাংবাদিক বৈঠকে নজিরবিহীন ভাবে তৃণমূলের নেতা থেকে মন্ত্রী...পুরসভা থেকে পুলিশ...দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ...বিধায়ক থেকে SDO...পুর প্রশাসক থেকে BLRO...নাম ধরে ধরে ভৎসনা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। হুঁশিয়ারি দিলেন সরিয়ে দেওয়ার. মানুষ যদি পরিষেবা না পায় সেই পঞ্চায়েত রাখার কী দরকার? পুরসভা রাখার কী দরকার? নবান্ন সভাঘরে পুরসভাগুলির সঙ্গে বৈঠকে এভাবেই ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে হুঁশিয়ারি দিলেন মন্ত্রী-বিধায়ক এবং পুলিশকেও।