Bajaj Pulsar 125: লাখ টাকার মধ্যেই এবার পালসার কিনতে পারবেন আপনিও, নয়া মডেল এল বাজাজের
Bajaj Pulsar Bike: বাজাজ পালসারের এই মডেলটি আসলে একটি নতুন রিভ্যাম্পড সংস্করণ। আয়তনে এটি পালসারের সবথেকে ছোট বাইক, কম সিসির বাইক। দাম কত ? কী নতুন ফিচার্স থাকছে এই বাইকে ?
Bike News: কিছুদিন আগেই ভারতের বাজারে লঞ্চ হয়েছিল বাজাজ পালসারের নতুন দুটি মডেল NS 160 ও NS 200। তবে সেই দুটি মডেলের দাম লাখ টাকার বেশিই ছিল। অনেকের সাধ্যের মধ্যে থাকে না এই দাম। আর তাছাড়া যারা একটু হালকা বাইক কিনতে পছন্দ করেন, তাঁদের জন্য ১২৫ সিসির গাড়িই সবথেকে ভাল। সেই কথা মাথায় রেখেই বাজারে এবার পালসারের আরও একটি মডেল নিয়ে এল বাজাজ। এসে গেল বাজাজ পালসার এনএস ১২৫ ২০২৪। মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই এবার এই পালসার বাইক। কী ফিচার্স, দামই বা কত পড়বে কিনতে গেলে ?
কোথায় আলাদা এই মডেল
বাজাজ পালসারের এই মডেলটি আসলে একটি নতুন রিভ্যাম্পড সংস্করণ। আয়তনে এটি পালসারের সবথেকে ছোট বাইক, কম সিসির বাইক। তবে বাইকের ডিজাইন, হেডলাইটের স্টাইল ও ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনে চমক দেবে অন্যান্য বাইকের মডেলে। NS 160-এর মতই এই বাইকের মডেলেও থান্ডার শেপের একটি লো-বিম সেট আপ লক্ষ করা যাবে।
কী ফিচার্স
ইঞ্জিনের কথা বলতে গেলে বাজাজ পালসার ১২৫ সিসির এই বাইকে সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, ১১ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম এই ইঞ্জিন। ৫ স্পিড গিয়ার, টেলিস্কোপিক সাসপেনশন, ডিস্ক ও ড্রাম ব্রেকের সঙ্গে বাড়তি পাওনা রয়েছে ১৭ ইঞ্চির অ্যালয় হুইল। এছাড়া ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে এই গাড়িতে। এমনকী বাজাজ পালসার এনএস ১২৫ ২০২৪ মডেলে একটি ইউএসবি চার্জিং পোর্টও রয়েছে বলে দেখা যাচ্ছে। হেডলাইটের ডিজাইনেও অনন্যতা এসেছে। অন্যান্য পালসারের মডেলের থেকে একেবারে আলাদা এই পালসার ১২৫-এর হেডলাইট।
জানা গিয়েছে যারা এই বাইক চালাবেন তাঁদের ব্লুটুথ কানেক্টিভিটির সাহায্যে ফোনের নোটিফিকেশন, এসএমএস, ব্যাটারির স্তর ইত্যাদি সম্পর্কেও জানা যাবে।
দাম কত
দিল্লিতে এই গাড়ির দাম ১ লাখের মধ্যেই পাওয়া যাবে। তবে কলকাতায় কিনতে গেলে এই বাইকের এক্স-শোরুম দাম পড়বে ১,০৩,০৬৬ টাকা। গাড়ির বাজারে Hero Xtreme 125R এবং TVS Raider-এর সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করবে এই বাজাজ পালসার NS 125 2024।
এই বছর বাজাজ পালসারের আরও কিছু মডেল এসেছে বাজারে। এর মধ্যে Bajaj Pulsar NS 150, NS 160 এবং NS 200 রয়েছে। এগুলির মধ্যে ফিচার্স ও স্পেসিফিকেশনের দিক থেকে খুব বেশি বদল নেই, তবে ব্লুটুথ কানেক্টিভিটি ও অন্যান্য LED লাইটিংয়ের ক্ষেত্রে কিছু ফিচার্স বাড়তি পাওয়া যাবে NS 125-এ।
আরও পড়ুন: Mahindra Thar EV: শীঘ্রই ভারতের বাজারে ইলেকট্রিক থার ? ৪০০ কিলোমিটারের বেশি রেঞ্জ!