Ideas of India 2024: অন্যদের থেকে কোথায় আলাদা, কোন লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল বন্ধন ব্যাঙ্ক ? 'আইডিয়াজ অফ ইন্ডিয়া'য় খোলসা করলেন চন্দ্রশেখর ঘোষ
Chandra Shekhar Ghosh: একটা সাধু উদ্যোগ থেকে চারাগাছ বপন শুরু। পরবর্তীকালে যা মহীরূহের রূপ ধারণ করে। জানেন, কোন লক্ষ্যে শুরু হয়েছিল বন্ধন ব্যাঙ্কের পথচলা ?
![Ideas of India 2024: অন্যদের থেকে কোথায় আলাদা, কোন লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল বন্ধন ব্যাঙ্ক ? 'আইডিয়াজ অফ ইন্ডিয়া'য় খোলসা করলেন চন্দ্রশেখর ঘোষ ideas-of-india-2024-abp-network-chandra-shekhar-ghosh-bandhan-bank-women-empowerment-job-employment-opportunities Ideas of India 2024: অন্যদের থেকে কোথায় আলাদা, কোন লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল বন্ধন ব্যাঙ্ক ? 'আইডিয়াজ অফ ইন্ডিয়া'য় খোলসা করলেন চন্দ্রশেখর ঘোষ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/24/5e48ff9ec3b506e07966888c33fe134c1708781132551394_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Chandra Shekhar Ghosh: সাক্ষাৎকার শেষ হওয়ার সময় সঞ্চালক চেতন ভগত (Chatan Bhagat) বলছিলেন 'ক্যাপিটালিস্ট উইথ হার্ট'। সত্যিই তাই, অন্যান্য ব্যাঙ্কের মতো যাত্রাপথ শুরু হয়নি বন্ধন ব্যাঙ্কের (Bandhan Bank) । একটা সাধু উদ্যোগ থেকে চারাগাছ বপন শুরু। পরবর্তীকালে যা মহীরূহের রূপ ধারণ করে। জানেন, কোন লক্ষ্যে শুরু হয়েছিল বন্ধন ব্যাঙ্কের পথচলা ?
Bandhan bank: এই ভাবনা থেকেই যাত্রা শুরু
সম্প্রতি এবিপি নেটওয়ার্কের 'আইডিয়াজ অফ ইন্ডিয়া সামিট'-এ বসছে চাঁদের হাট। যেখানে শনিবার বিশেষ অতিথি ছিলেন বন্ধন ব্যাঙ্কের সিইও তথা এমডি চন্দ্রশেখর ঘোষ। এদিনে তাঁর মুখ থেকেই শোনা গেল ব্যাঙ্কের শুরুর দিনগুলির কথা। যেখানে তিনি জানান মহিলাদের আর্থিক স্বাধীনতা দেওয়ার লক্ষ্যেই শুরু হয়েছিল বন্ধন ব্যাঙ্ক।
Chandra Shekhar Ghosh: একটা সময় মহিলারা আর্থিক পরিষেবাগুলি থেকে বঞ্চিত হতেন। এবিপি নেটওয়ার্কের 'আইডিয়াজ অফ ইন্ডিয়া সামিট'-এর তৃতীয় সংস্করণে চন্দ্রশেখর ঘোষ বলেন, “আমরা গ্রাম পর্যায়ে কাজ করার সময় জানতে পেরেছিলাম,মহিলাদের আর্থিক পরিষেবাগুলিতে কোনও অ্যাক্সেস নেই৷ এজন্য আমরা বন্ধন ব্যাঙ্ক চালু করেছি। আজ নারীরা অর্থ উপার্জন করছে এবং সমাজ ও পরিবারে নিজেদের অবদান রাখছে।”
Bandhan bank: ব্যাঙ্কে ২ কোটিরও বেশি মহিলা গ্রাহক
'ব্যাঙ্কিং অন পিপল পাওয়ার, দ্য রাইজ অফ ফাইন্যান্সিয়াল ফ্রিডম' সম্বন্ধে এদিন বিশদে আলোচনা করেন চন্দ্রশেখর ঘোষ। তিনি বলেন, ''ব্যাঙ্কে নারীর ক্ষমতায়ন এবং সমাজের সুবিধাবঞ্চিত অংশগুলিকে ঋণদানই প্রতিষ্ঠানের সাফল্যের মূল প্রেরণা। বর্তমানে বন্ধন ব্যাঙ্কের সঙ্গে যুক্ত ৩,২৬,০০,০০০ গ্রাহকের মধ্যে ২ কোটিরও বেশি মহিলা গ্রাহক।''
Chandra Shekhar Ghosh: স্টার্টআপে মহিলাদের সাফল্যের হার ৯৫ শতাংশ
সিইও-র মতে, নারীরা যখন উপার্জন করে তখন তারা কেবল পরিবার এবং সমাজে অবদান রাখে না, তাদের সন্তানদের শিক্ষিত করতে ও তাদের জন্য আরও সুযোগ তৈরি করতে অর্থ ব্যবহার করে। যার ফলে কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়। প্রতিটি মহিলার মধ্যে একটি উদ্যোগী মন আছে। স্টার্টআপ হিসাবে তাদের সাফল্যের হার ৯৫ শতাংশ। সমাজ ও পরিবারে মহিলাদের অবদান বিশাল।
আরও পড়ুন: Gold and Silver Price: শনিবারে কমল সোনার দাম ? আজ রাজ্যে কত হল গোল্ডরেট ?
আরও পড়ুন : Stock Market Crash: এক শতাংশের বেশি ধস নিফটি 50-সেনসেক্সে, কাদের কপাল পুড়ল আজ ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)