(Source: ECI/ABP News/ABP Majha)
Durga Puja 2022: সমাজে থেকেও বিচ্ছিন্ন, যৌনপল্লির মেয়েরাই পুজোর থিম, ‘চৌকাঠ’ নিয়ে আসছে আলিপুর ৭৮ পল্লির
Alipore 78 Pally: যৌনপল্লির যে অংশে রং পৌঁছয় না উৎসবের সময়, সেই অংশই এবছর ফুটে উঠছে আলিপুর ৭৮ পল্লিতে। যে রং না পাওয়া থাকে সেই রংকেই ফেরানোর চেষ্টা করবে আলিপুর ৭৮ পল্লি।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: সমাজে মেয়েদের নিরাপত্তায় তাঁদের অবদান সবচেয়ে বেশি। অথচ উৎসবের দিনগুলিতে রঙহীন থাকে তাঁদের জীবনই। যৌনপল্লির (Red Light Area) আলো-আঁধারি বাসিন্দা, সেই সমস্ত নারীদেরই এ বার প্রাধান্য দিচ্ছে আলিপুর ৭৮ পল্লি (Alipur 78 Pally)। এ বারের দুর্গাপুজোয় তাদের থিম ‘চৌকাঠ’। নাগরিক সমাজ এবং যৌনপল্লির মধ্যে গড়ে ওটা ব্যবধান ঘোচানোর প্রচেষ্টা বলা যেতে পারে।
আলিপুর ৭৮ পল্লির থিম চৌকাঠ: যৌনপল্লির যে অংশে রং পৌঁছয় না উৎসবের সময়, সেই অংশই এবছর ফুটে উঠছে আলিপুর ৭৮ পল্লিতে। যে রং না পাওয়া থাকে সেই রংকেই ফেরানোর চেষ্টা করবে আলিপুর ৭৮ পল্লি। আলিপুর ৭৮ পল্লির পুজো এ বছর বেরঙিন। উৎসবের সময় হলেও, আমাদের সমাজে এখনও উৎসবের সময়টা সর্বত্র সমান রঙিন হয় না। তাই বেরঙিন গল্পেই শোনা যাবে এখানকার থিমের নাম ‘চৌকাঠের আড়ালে’। কী সেই বেরঙিন গল্প? কাদের সেই বেরঙিন গল্প? শিল্পী অনির্বাণ দাস জানাচ্ছেন, "কান পাতলে শোনা যাবে কলকাতার বিভিন্ন নগর কন্যাদের কথা। আলিপুর ৭৮ পল্লিতে যে কাজটা করছি তার নাম চৌকাঠ। যৌন পল্লি থেকে মাটি নিয়ে এসে দু্র্গাপুজো করার প্রচলন। অথচ যাঁদের দুয়ার থেকে মাটি আসে, তাঁরাই কিন্তু ব্রাত্য। আমরা তাঁদের কথাই বলব। তাঁদের নিয়েই এবছরের কাজ।''
View this post on Instagram
পুরনো ছন্দে ফিরছে বঙ্গবাসী: করোনার আবহেই স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে দিনযাপন। গত দু বছর নানা বিধি পেরিয়ে এবার উৎসবে অনেকটা শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে বঙ্গবাসী। আকাশে মেঘ-রোদ্দুরের ফাঁকে পেঁজা তুলোর মেঘ জানিয়ে দিচ্ছে, হাতে আর মাত্র কয়েকটা দিন। এই মুহূর্তে তাই চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। বাড়ির পুজো থেকে বারোয়ারি- সেজে উঠছে অভিনব সব সাজে। বারোয়ারি পুজোগুলোতে এবছরও থিমের রমরমা। অন্যান্য সমাজের নানা দিক থেকে নানা বার্তা তুলে ধরছেন পুজো উদ্যোক্তারা। প্যান্ডেলে, প্রতিমার মাধ্যমে ফুটিয়ে তুলছেন সংশ্লিষ্ট বিষয়।