Kolkata Yatra: রথযাত্রায় বুকিং শুরু যাত্রাপাড়ায়, সূচনা হল যাত্রা মরসুমের
Rath Yatra 2022 :রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, এমন দিনে মহা ধুমধাম যাত্রাপাড়ায়। রীতি মেনে বুকিং শুরু হল যাত্রাপালার। বাগবাজারে ফণীভুষণ বিদ্যাবিনোদ যাত্রামঞ্চে প্রকাশিত হল পোস্টার, যত্রাদর্পণ।
হিন্দোল দে, কলকাতা: রথযাত্রায় (Rath Yatra 2022) বুকিং শুরু হল যাত্রাপাড়ায় (Kolkata Yatra)। সেই সঙ্গে বাগবাজারে ফণীভুষণ বিদ্যাবিনোদ যাত্রামঞ্চে সূচনা হল যাত্রা মরসুমের। নতুন নতুন পালা নিয়ে আশাবাদী অভিনেতা থেকে পরিচালক, প্রযোজকরা।
বুকিং শুরু হল যাত্রাপাড়ায়: রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, এমন দিনেই মহা ধুমধাম যাত্রাপাড়ায়। চিরাচরিত রীতি মেনে এদিন থেকেই বুকিং শুরু হল যাত্রাপালার। শুক্রবার বাগবাজারে ফণীভুষণ বিদ্যাবিনোদ যাত্রামঞ্চে প্রকাশিত হল পোস্টার, যত্রাদর্পণ। যাত্রাপালার কলাকুশলী ছাড়াও উপস্থিল ছিলেন পালার প্রযোজক ও পরিচালকরা। ছিলেন পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমির (West Bengal Yatra Academy) সভাপতি বিদ্যুত্মন্ত্রী অরূপ বিশ্বাস। পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমি সভাপতি তথা বিদ্যুত্মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “কোভিড পরিস্থিতিতে সমস্যায় পড়েছিল। ঘুরে দাঁড়িয়েছে। ফের সূচনা হল।’’করোনার দাপটে ২ বছর বন্ধ ছিল যাত্রাপালা। এবার নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই।
এদিকে রথের দিনে আবার সেই পুরনো চেহারায় পুরী। কানায় কানায় পূর্ণ সমুদ্রপাড়ের জগন্নাথ ধাম। ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত গোটা শহর। একবার রথের রশি ছুঁতে ভিড় জমিয়েছেন কাতারে কাতারে পূণ্যার্থী। করোনার কারণে গত দু’বছর পুরীর রথযাত্রা ছিল শুনশান। সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় বাইরের কারও পুরীতে প্রবেশে ছিল নিষেধাজ্ঞা। কিন্তু, এবার আর সেই বিধিনিষেধ নেই। তাই পুরীতেও ভক্তদের মধ্যে সেই চেনা উন্মাদনা।অন্যদিকে, শুক্রবার রীতি মেনে রথযাত্রা উত্সব পালিত হল বাগবাজারের বলরাম বসুর বাড়িতে। শ্রীরামকৃষ্ণের পার্ষদ ছিলেন বলরাম বসু। এই বাড়িতেই বহুবার পদধূলি পড়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের। শুধু তাই নয়। এই বাড়িতে এসে একবার রথের দড়িও টেনেছিলেন তিনি। আজও প্রাচীন রীতি মেনে প্রতিবছর ধুমধাম করে পালিত হয় রথ উত্সব। এখানকার রথযাত্রার বৈশিষ্ট্য হল, জগন্নাথ, বলরাম শুভদ্রার পাশাপাশি শ্রী রামকৃষ্ণের ছবিও রথের মধ্যে রাখা হয়। রথযাত্রা উপলক্ষ্যে বহু মানুষ এদিন ভিড় করেছিলেন বলরাম বসুর বাড়িতে। শ্রীরামকৃষ্ণের স্পর্শধন্য রথের রশি টানার উত্সবে মাতোয়ারা হন সকলে।
আরও পড়ুন: Howrah News: হাওড়া শহরাঞ্চলে বন্ধ হয়ে গিয়েছে অন্তত ২৫টি সরকারি প্রাথমিক স্কুল!