WB Elections 2021: মনোনয়নের পর লড়তে চাইছেন না প্রার্থী, সামশেরগঞ্জে ভোটের আগে বিপাকে কংগ্রেস
এই পরিস্থিতিতে কংগ্রেস কর্মীদের কাছে বাম প্রার্থী মোদাস্সর হোসেনকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছে সিপিএম...
রাজীব চৌধুরী, সামশেরগঞ্জ: কংগ্রেসের প্রার্থী আছেন। কিন্তু তিনি ভোটে লড়তে চান না। বামেরা চাইছে কংগ্রেস কর্মীদের সমর্থন।
এই পরিস্থিতিতে কী করবেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস কর্মীরা? কাকে ভোট দেবেন, তা স্থানীয় নেতৃত্বকে ঠিক করতে বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
মুর্শিদাবাদে কংগ্রেসের মার্কশিট বলছে, রাজ্যে ২০১৯ লোকসভা নির্বাচনে পেয়েছে একটি আসন। আর ২০২১ বিধানসভা নির্বাচনে প্রাপ্তি শূন্য। নবাবের জেলায় কংগ্রেসের কেল্লা এখন নড়বড়ে। অন্তত সাম্প্রতিক ভোটের ফলাফল সে দিকেই ইঙ্গিত করছে। বিড়ম্বনা বাড়িয়ে, সামশেরগঞ্জে কংগ্রেস প্রার্থী মনোনয়নের পরেও বেঁকে বসেছেন, ভোটে লড়তে চান না বলে।
এখন সামশেরগঞ্জের কংগ্রেস কর্মীরা ভোট দেবেন কাকে? এই প্রশ্ন-দ্বিধা-দ্বন্দ্ব-জল্পনায় জেরবার প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, বামেদের সঙ্গে আমাদের ওই এলাকায় একটা মানসিক দূরত্ব আছে। বিজেপি হারবে সবাই জানে। কংগ্রেস ওখানে তৃণমূলকে হারানোর জন্য সর্বস্ব চেষ্টা করবে। ওখানকার স্থানীয় নেতৃত্বকে বলেছি আপনারা যা সিদ্ধান্ত নেবেন সেটাই মেনে নেব।
সম্প্রতি, ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেয় কংগ্রেস হাইকম্যান্ড। সেকথা মনে করিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতিকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ বলেন, হার-জিত রাজনীতিতে থাকে। অধীর চৌধুরীর মত ভয়ে গুটিয়ে যাইনি, যারা প্রার্থী দিতে পারে না তাদের মুখে বড় কথা মানায় না। আগামী পুরসভা নির্বাচনে প্রমাণ হবে অধীর চৌধুরী কতবড় রাজনীতিবিদ।
সামশেরগঞ্জ কেন্দ্রে প্রার্থী দেওয়া নিয়ে শুরু থেকেই টানাপোড়েন চলছিল বাম ও কংগ্রেসের মধ্যে। দেখা যায়, দু’পক্ষের প্রার্থীই মনোনয়ন জমা দিয়েছেন। এখন ভোটের মুখে জাইদুর রহমান লড়তে রাজি না হওয়ায়, কংগ্রেস কর্মীদের কাছে বাম প্রার্থী মোদাসসর হোসেনকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছে সিপিএম।
সিপিএমের মুর্শিদাবাদ জেলা সম্পাদক নৃপেন চৌধুরী বলেন, কংগ্রেসকে আমাদের পক্ষে ভোট করার জন্য লিখিতভাবে চিঠি দিচ্ছি। তারাও যেন ময়দানে তৃণমূলকে পরাজিত করার জন্য যথাযথ ভূমিকা ঐক্যবদ্ধ ভাবে পালন করে।
কোনওপক্ষকেই গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। বিধানসভা ভোটে মুর্শিদাবাদের ২২টি আসনের মধ্যে ১৮টি দখল করা শাসক শিবিরে আত্মবিশ্বাসের সুর।
আগামী ৩০ সেপ্টেম্বর, মুর্শিদাবাদের ২টি কেন্দ্রে ভোটগ্রহণ। রাজ্য বিধানসভায় বাম-কংগ্রেসের শূন্যস্থান পূরণ করতে পারবে জঙ্গিপুর-সামশেরগঞ্জ? না কি মূল লড়াই সীমাবদ্ধ থাকবে সেই তৃণমূল আর বিজেপির মধ্যেই? উত্তর ৩ অক্টোবর।