West Bengal Live Updates: উত্তরাখণ্ডের সুড়ঙ্গ থেকে উদ্ধারের ৫দিন পরে বাড়ি ফিরলেন বাংলার শ্রমিকেরা
West Bengal Live News Updates: আজ সারাদিন নির্বাচন থেকে শুরু করে জেলার অন্যান্য খবর জানান জন্য নজর রাখুন এবিপি আনন্দ লাইভ আপডেটস-এ।
LIVE

Background
WB Live Updates: কাকদ্বীপ মহকুমায় বেআইনিভাবে চলছে সাদা বালির রমরমিয়ে ব্যবসা
দিনের পর দিন সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কাকদ্বীপ মহকুমায় বেআইনিভাবে চলছে সাদা বালির রমরমিয়ে ব্যবসা। বিভিন্ন নদীচর ও সমুদ্র সৈকত থেকে বেআইনিভাবে সাদা বালি তুলে পাচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ। নামখানা ব্লকে মুড়িগঙ্গা নদীর চরে ভুটিভুটিতে করে বালি কাটার সময় হাতে নাতে পাকড়াও। একটি বালিভর্তি ভুটভুটিও বাজেয়াপ্ত করা হয়েছে। নামখানার ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক জানিয়েছেন, ওই ভুটভুটি মালিককে মোটা অঙ্কের জরিমানা করা হবে।
WB News Live Blog Updates: আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার প্রস্তুতি সভা থেকে দলের জনপ্রতিনিধিদের একাংশের নিষ্ক্রিয়তা নিয়ে সরব হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক
আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার প্রস্তুতি সভা থেকে দলের জনপ্রতিনিধিদের একাংশের নিষ্ক্রিয়তা নিয়ে সরব হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক ও এসজেডিএর চেয়ারম্য়ান সৌরভ চক্রবর্তী। প্রস্তুতি সভায় দলের একাংশের অনুপস্থিতি নিয়েও সরব হয়েছেন তিনি। তৃণমূল আর সরকার এক হয়ে গেছে। পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি।
WB Live Updates: দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে বেআইনিভাবে সরকারি খালের উপর কংক্রিটের নির্মাণের অভিযোগ
দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে বেআইনিভাবে সরকারি খালের উপর কংক্রিটের নির্মাণের অভিযোগ। তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে টাকা খেয়ে বেআইনি নির্মাণে মদত দেওয়ার অভিযোগ দলেরই আরেক পঞ্চায়েত প্রধানের। ঘটনায় সোচ্চার হয়েছেন এলাকাবাসীদের একাংশ। নোটিস ইস্য়ু করা হয়েছে, জানিয়েছেন পঞ্চায়েত প্রধান।
WB News Live Blog Updates: DYFI-এর ইনসাফ যাত্রা উপলক্ষ্যে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে হল মানববন্ধন ও পথসভা
DYFI-এর ইনসাফ যাত্রা উপলক্ষ্যে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে হল মানববন্ধন ও পথসভা। উপস্থিত ছিলেন সংগঠনের নেতা-নেত্রীরা। কোচবিহার থেকে শুরু হয়েছে সিপিএমের যুব সংগঠন DYFI-এর ইনসাফ যাত্রা। শূন্যপদে নিয়োগ, শিক্ষায় দুর্নীতি বন্ধ এবং রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার দাবিতে প্রায় ২ মাস ধরে ২ হাজার কিলোমিটারেরও বেশি হাঁটবেন DYFI-এর নেতা-কর্মীরা। ৭ জানুয়ারি ব্রিগেডে পৌঁছনোর পর হবে সমাবেশ।
WB Live Updates: 'নিজে শক্তিশালী না হয়ে পরজীবী হয়ে থাকার মানসিকতাই ডোবাচ্ছে কংগ্রেসকে', বিস্ফোরক কৌস্তভ বাগচী
বিজেপির বিরুদ্ধে ভরাডুবির পরই কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক কৌস্তভ বাগচী। 'চোরেদের সঙ্গে একমঞ্চে যাওয়ার ফল ভোগ করছে কংগ্রেস। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। নিজে শক্তিশালী না হয়ে পরজীবী হয়ে থাকার মানসিকতাই ডোবাচ্ছে কংগ্রেসকে', ৩ রাজ্যে কংগ্রেস হারতেই বিস্ফোরক প্রদেশ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
