IFS Success Story: প্রথমবার প্রিলিতে ফেল, দ্বিতীয়বারেই টপার লিস্টে
IFS Success Story of Topper Kanishka Singh: নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে IFS-র দরজা পেরোতে সফল হয়েছেন যাঁরা, তাঁদের নিজমুখে সে লড়াইয়ের গল্প শুনলে কঠিন রাস্তাটা সুগম হয়ে যেতে পারে। আজ থাকল IFS কণিষ্কা সিংহের সংগ্রাম কাহিনি।
নয়াদিল্লি: একাগ্রতা আর কঠোর পরিশ্রম। সাফল্য পেতে এর কোনও বিকল্প নেই। সাফল্যের শীর্ষস্তরে পৌঁছতে নেই কোনও শর্টকার্ট। বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছেন যাঁরা, তাঁদের মুখেই নানা সময়ে উঠে এসেছে এই কথা। প্রতিযোগিতা যেখানে চরম, সেখানে সফল হতে যে পরিশ্রমের চূড়ান্ত জায়গায় পৌঁছতে হবে তা আর নতুন কী ! আর সেই প্রতিযোগিতার নাম যদি হয় IFS, তাহলে প্রস্তুতির জন্য পরিশ্রম ঠিক কতটা হতে হবে তা আর বলার অপেক্ষা রাখে কি? তবে, নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে IFS-র দরজা পেরোতে সফল হয়েছেন যাঁরা, তাঁদের নিজমুখে সে লড়াইয়ের গল্প শুনলে কঠিন রাস্তাটা সুগম হয়ে যেতে পারে। আজ থাকল IFS কণিষ্কা সিংহের সংগ্রাম কাহিনি।,
আরো পড়ুন- পরপর চারবার বিফল হয়েও কামব্যাক, IAS রুচি
দিল্লির মেয়ে। সাইকোলজিতে স্নাতক। UPSC-এ সাইকোলজিকেই অপশনাল হিসেবে রেখেছিলেন। আর IAS অফিসার হওয়ার স্বপ্ন দেখেছিলেন কলেজে পড়তে পড়তেই। প্রথমবার পরীক্ষায় বসেন ২০১৭ সালে। তবে প্রিলিমিনারির দরজা থেকেই ফিরতে হয় তাঁকে। না হতাশ হননি। দ্বিগুণ উৎসাহ নিয়ে প্রস্তুতি শুরু করেন। ফলও মেলে। দ্বিতীয়বারেই বাজিমাত। তবে IAS নয়, IFS হিসেবে কর্মজীবন শুরু করেন কণিষ্কা।
আরো পড়ুন- একবার না পারলে সব শেষ নয়, পাঁচবারের বার ফার্স্ট হন অণুদীপ
প্রথমবার কোথায় থেকে গিয়েছিল ত্রুটি ? কাটাছেঁড়া করতে গিয়ে কণিষ্কার মনে হয়েছিল, এর অন্যতম কারণ ভালোভাবে রিভিজন না হওয়া আর উত্তর লেখার যথাযথ অনুশীলনে ঘাটতি। পরের বার সিলেবাস ভালো করে কভার করে, উত্তরপত্র ভালো করে লেখার অনুশীলন করে সফলতা আসে।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে বারবার মক টেস্ট দিলেই আখেরে লাভ পরীক্ষার্থীরই।
কণিষ্কার টিপস
- অপশনাল হিসেবে সেই বিষয়কেই রাখা উচিত, যাতে ভালো দখল রয়েছে।
- বানাতে হবে সঠিক রণনীতি ।
- পরিশ্রমই আপনাকে সফলতার দরজা দেখাতে পারে। তাই সফল হতে পরিশ্রম করতেই হবে।
- যত বেশি মক টেস্ট, তত বেশি সাফল্য।
- একসময়, একই বিষয়ে মন দেওয়া দরকার।
তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি।
Education Loan Information:
Calculate Education Loan EMI