JEE Advanced 2025: দ্বাদশে এই নম্বর না পেলে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সডে বসা যাবে না, কী জানাল IIT কানপুর ?
JEE Advanced 2025 Admission Criteria: আইআইটি কানপুর জানিয়েছে, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর না পেলে এই পরীক্ষায় বসা যাবে না। সংরক্ষিত প্রার্থীদের এই ন্যূনতম নম্বরে কিছু ছাড় রয়েছে।
JEE Exam 2025: সারা দেশে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা আয়োজন করে থাকে আইআইটি কানপুর। আগামী বছর ২০২৫ সালেও জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা (JEE Advanced 2025) নিয়ে বেশ কিছু নিয়ম জানিয়েছে এই সংস্থা। আইআইটিতে ভর্তির যোগ্যতা নিয়ে নয়া নীতি জারি করেছে আইআইটি কানপুর এবং একইসঙ্গে বিদেশি ছাত্র-ছাত্রীদের এই পরীক্ষায় আবেদনের ফি-ও বাড়ানো হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আইআইটি কানপুর (IIT Kanpur) জানিয়েছে, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর না পেলে এই পরীক্ষায় বসা যাবে না। আর সংরক্ষিত প্রার্থীদের জন্য এই ন্যূনতম নম্বরে কিছু ছাড় রয়েছে।
সিবিএসই এবং দেশের আরও রাজ্যের বোর্ডগুলির পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি জানানো হয়েছে। আইআইটি কানপুরের নিয়ম অনুযায়ী ২০২৫ সালের জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষায় ইচ্ছুক আগ্রহী প্রার্থীদের বসার জন্য কোনও নির্দিষ্ট নম্বরের মাপকাঠি রাখা হয়নি দ্বাদশের পরীক্ষার ক্ষেত্রে। তবে পরীক্ষা দেওয়ার পরে নির্বাচিত হলে আইআইটির আসন বরাদ্দের জন্য JoSAA কাউন্সেলিং-এর জন্য যখন প্রার্থী রেজিস্ট্রেশন করবেন, তখন দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে প্রার্থীকে।
এছাড়াও জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড ২০২৫ পরীক্ষার কাট অফ নম্বর পেতে হবে প্রার্থীদের যে নম্বরের তালিকা জয়েন্ট এন্ট্রান্স মেনসের ফলাফলের সঙ্গে একত্রে প্রকাশিত হবে। আগামী বছরের শুরুতেই ২২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স মেনসের পরীক্ষা আয়োজিত হতে চলেছে সারা দেশে। আর এর দ্বিতীয় সেশনটি আয়োজিত হবে ১ এপ্রিল ২০২৫ থেকে ৮ এপ্রিল ২০২৫-এর মধ্যে।
জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষায় বসার মাপকাঠি
জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার মাধ্যমে দেশের সমস্ত আইআইটিতে ভর্তির সুযোগ দেওয়া হয় মেধাবী পড়ুয়াদের। আর এই পরীক্ষার সংশোধিত যোগ্যতা নির্ণায়ক মানদন্ড জানা যাবে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সডের অফিসিয়াল ওয়েবসাইটে। এই নয়া নিয়ম অনুসারে আগ্রহী প্রার্থীদের দ্বাদশ শ্রেণিতে ন্যূনতম গড়ে ৭৫ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে বেস্ট অফ ফোর বিষয়ের উপর। এর মধ্যে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং একটি ভাষা বাধ্যতামূলক থাকতে হবে। এছাড়া ৫টি বিষয়ের মধ্যে অনে যে কোনো একটি বিষয় অন্তর্ভুক্ত থাকতে হবে এই ফলাফলের মধ্যে। তবে এসসি, এসটি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর পেলেই যোগ্য বলে বিবেচিত হবেন পরীক্ষার জন্য। এছাড়া ক্যাটাগরি অনুযায়ী সেরা ২০ পার্সেন্টাইলের সফল প্রার্থীরা এই পরীক্ষায় বসে নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন।
আরও পড়ুন: Railway Recruitment: ৩২,৪৩৮ শূন্যপদে আবার নিয়োগ করবে ভারতীয় রেল, কবে শুরু আবেদন ? কারা যোগ্য ?
Education Loan Information:
Calculate Education Loan EMI