(Source: ECI/ABP News/ABP Majha)
Job News: স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, কোন পদে হতে চলেছে নিয়োগ? শূন্যপদই বা কত?
State Bank of India Recruitment: অনলাইন পরীক্ষা হবে ২০২৫ সাল অর্থাৎ আগামী বছরের জানুয়ারি মাসে। পরীক্ষার কল লেটার ব্যাঙ্কের ওয়েবসাইটে আপলোড করা হবে।
Job News: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State bank of India) স্পেশ্যাল ক্যাডার অফিসার (Specialist Cadre Officer) পদে নিয়োগ করতে চলেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in - এখানে গিয়ে আবেদন জানাতে পারবেন। অ্যাসিসট্যান্ট ম্যানেজার (Assitant Manager) পদে নিয়োগ করা হবে। ১৬৯টি শূন্যপদ রয়েছে এই চাকরির জন্য। ২২ নভেম্বর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আর তা চালু থাকবে ১২ ডিসেম্বর পর্যন্ত।
কোন পদের জন্য কত শূন্যপদ রয়েছে একনজরে দেখে নিন
- অ্যাসিসট্যান্ট ম্যানেজার (ইঞ্জিনিয়ার-সিভিল) - ৪২টি শূন্যপদ
- অ্যাসিসট্যান্ট ম্যানেজার (ইঞ্জিনিয়ার-ইলেকট্রিকাল) - ২৫টি শূন্যপদ
- অ্যাসিসট্যান্ট ম্যানেজার (ইঞ্জিনিয়ার-ফায়ার) - ১০১টি শূন্যপদ
- অ্যাসিসট্যান্ট ম্যানেজার (ইঞ্জিনিয়ার সিভিল) - ১টি শূন্যপদ
কীভাবে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে, জেনে নিন
- সমস্ত পদের জন্য অনলাইন পরীক্ষা হবে এবং ইন্টার্যাকশন হবে।
- অ্যাসিসট্যান্ট ম্যানেজার (ইঞ্জিনিয়ার-ফায়ার) - পদের জন্য আবেদনকারীদের মধ্যে থেকে নাম শর্টলিস্ট করা হবে এবং ইন্টার্যাকশন হবে।
অনলাইন পরীক্ষা হবে ২০২৫ সাল অর্থাৎ আগামী বছরের জানুয়ারি মাসে। পরীক্ষার কল লেটার ব্যাঙ্কের ওয়েবসাইটে আপলোড করা হবে। এর পাশাপাশি আবেদনকারীদের এসএমএস এবং ই-মেলের মাধ্যমে এই তথ্য জানিয়ে দেওয়া হবে। দুটো পর্বে হবে পরীক্ষা। জেনারেল অ্যাপ্টিটিউড এবং প্রফেশনাল নলেজের পরীক্ষা নেওয়া হবে আবেদনকারীদের। জেনারেল অ্যাপ্টিটিউড পরীক্ষা হবে ৯০ মিনিটের। আর প্রফেশনার নলেজের পরীক্ষা হবে ৪৫ মিনিটের। অনলাইনের লিখিত পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনও নেগেটিভ মার্কিং থাকবে না।
ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে প্রফেশনাল নলেজের পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। প্রফেশনাল নলেজের পরীক্ষা হবে ১০০ নম্বরের। আর ইন্টারভিউ পর্বে থাকবে ২৫ নম্বর। ৭০ঃ৩০ এই অনুপাতে নম্বরের ভাগ হবে।
অ্যাপ্লিকেশন ফি
জেনারেল, ইকোনমিকালি উইকার সেকশন এবং ওবিসিদের ৭৫০ টাকা অ্যাপ্লিকেশন ফি এবং ইন্টিমেশন চার্জ দিতে হবে। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষ ভাবে সক্ষম আবেদনকারীদের কোনও অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। পেমেন্ট দেওয়া যাবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং- এইসবের মাধ্যমে।
আরও পড়ুন- এই বিশেষ ব্যাঙ্কে হতে চলেছে নিয়োগ, কোন কোন পদে চাকরির সুযোগ? শূন্যপদ কত?
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI