B.Ed Course: ফিরছে ১ বছরের বিএড কোর্স, কারা পাবেন এই সুযোগ ? জানুন NCTE-র নিয়ম
NCTE Regulations: এই খসড়া প্রবিধান ২০২৫ সম্প্রতি এনসিটিইর সাম্প্রতিক জেনারেল বডি মিটিংয়ে অনুমোদন পেয়েছে। আর খুব শীঘ্রই এই নীতি প্রকাশ করা হবে প্রতিক্রিয়া জানার জন্য।

NCTE Policy: ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের পক্ষ থেকে বড় ধরনের নীতি বদল করা হয়েছে। আগের মত এক বছর মেয়াদের বিএড ও এমএড কোর্স ফিরিয়ে আনা হবে দেশে। এক দশক আগে এই কোর্সের মেয়াদ (NCTE Policy) বাড়িয়ে ২ বছর করা হয়েছিল, এবার ফের ১ বছরের মধ্যেই বিএড কোর্স শেষ করার সুযোগ পাবেন ছাত্র-ছাত্রীরা। এই বদল একটি নয়া খসড়া (One Year B.Ed Course) নীতির অংশ বিশেষ যা আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে চালু হবে বলেই জানা গিয়েছে। এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের জন্য শিক্ষকতার কেরিয়ার রুটম্যাপ কিছুটা সংক্ষিপ্ত হবে।
এই খসড়া প্রবিধান ২০২৫ সম্প্রতি এনসিটিইর সাম্প্রতিক জেনারেল বডি মিটিংয়ে অনুমোদন পেয়েছে। আর খুব শীঘ্রই এই নীতি প্রকাশ করা হবে প্রতিক্রিয়া জানার জন্য। আজ থেকে ১০ বছর আগে বিএড ও এমএড প্রোগ্রামের মেয়াদ ১ বছরেরই ছিল। তারপরে ২০১৪ সালে এনসিটিইর নিয়মানুসারে এই মেয়াদ দ্বিগুণ হারে বাড়িয়ে ২ বছর করা হয়েছিল। ২০১৫ সালে সংসদে উত্থাপিত একটি প্রশ্নের উত্তরে মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি ২০১৪-র নতুন নিয়ম অনুসারে নতুন মডিউলে আবার সাজানো হয়েছে বিএড প্রোগ্রামকে। এর মধ্যে সংযুক্ত করা হয়েছে যোগ শিক্ষা এবং জেন্ডার স্টাডিজ। একইসঙ্গে ২০ সপ্তাহের ইন্টার্নশিপের বিষয়টিও সেই সময় থেকেই বিএড কোর্সে চালু করা হয়েছে। সংসদে এই উত্তরে বলা হয়েছিল, 'এই কোর্সের মানোন্নয়ন করার জন্য বিএড প্রোগ্রামের মেয়াদ বাড়ানো হল, যাতে এটি আরও বেশি পেশাদার হয়ে ওঠে এবং শিক্ষক শিক্ষণ প্রক্রিয়া অনেক উন্নত হয়।' সেই ২০১৪ সালের পর থেকে আর কোনো বদল আসেনি শিক্ষক শিক্ষণ প্রক্রিয়ার নিয়মে।
এই নীতি অনুযায়ী যে সমস্ত পড়ুয়ারা ৪ বছরের স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করেছেন বা স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ করেছেন তারাই একমাত্র এই ১ বছরের বিএড ডিগ্রির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। যারা ৩ বছরের স্নাতক ডিগ্রি লাভ করেছেন তাদের জন্য আগের মতই ২ বছরের বিএড প্রোগ্রাম চালু থাকবে। এমনটাই জানিয়েছেন এনসিটিইর চেয়ারম্যান পঙ্কজ অরোরা। তিনি আরও জানিয়েছেন যে জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুসারে এই নীতি বদল করা হচ্ছে যেখানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধীনে লেভেল ৬.৫-এ আপনি এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ করেন ৪ বছরের আইটিইপি বা ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম শেষ করার পরে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই মোট ৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানে এই পাইলট প্রকল্প শুরু হয়েছিল।
আরও পড়ুন: Bengaluru News: সিট দখল নিয়ে বচসা, চলন্ত ট্রেন থেকে জোর ধাক্কা যাত্রীকে; গ্রেফতার ২
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
