Jeet News: বিনোদন দুনিয়ায় পা রাখলেন জিৎ-কন্যা নবন্যা, কী বলছেন গর্বিত বাবা?
Jeet Daughter Navanya and Niece Krisha: গানটি লিখেছে নবন্যা ও কৃষা দুজনেই। এই গান দিয়েই তাঁদের নতুন পথ চলা শুরু হল এমনটাই মনে করছেন জিৎ অনুরাগীরা
কলকাতা: ছেলে-মেয়েকে নিয়ে তিনি সবসময়েই ভীষণ আবেগপ্রবণ তিনি। তবে সেই সবই অন্তরালে। কখনও কখনও আবার বিশেষ কোনও দিনে তাঁর সেই আবেগ লেখা হয়ে বেরিয়ে আসে সোশ্যাল মিডিয়ায়। ঠিক যেমনটা হয়েছিল মেয়ের জন্মদিনে। আর সেই খুদে মেয়েই এবার করে ফেলল প্লে-ব্যাক! কথা হচ্ছে জিৎ (Jeet) কন্যা নবন্যার। জিৎ-এর ভাইঝি কৃষার সঙ্গে মিলে 'ক্রিসমাস ইভ' গানটি রেকর্ড করেছেন নবন্যা। দুই বোনের এই উদ্যোগ কিন্তু অনুরাগীরা ইতিমধ্যেই শুনে ফেলেছেন। গানটি প্রকাশ্যে এসেছে ইউটিউবে।
এই প্রোজেক্টটি নিয়ে কথা বলতে গিয়ে জিৎ বলেন, 'আমার গোটা পরিবার ভীষণ খুশি আমাদের এই দুই মেয়ের এমন গোপন একটা প্রতিভা প্রকাশ পাওয়ার জন্য। আমরা ভীষণ অবাক এবং ভীষণ খুশি। চমকটা কিন্তু ছিল বেশ মজাদার। দুই মেয়েরই গানের দিকে প্রচন্ড ঝোঁক রয়েছে এবং ওরা ইতিমধ্যেই একাধিক গান লিখে ফেলেছে ও তাতে সুর দিয়ে ফেলেছে। যেহেতু এটা উৎসবের সময়, তাই আমরা মনে করেছিলাম, একটা উৎসবের গান, একটা ক্রিসমাসের গান দিয়েই ওদের সফর শুরু করা যাক। ক্রিসমাসের আমেজ মোড়া রয়েছে এই গানটার। ওদের পক্ষে এর থেকে ভাল শুরু আর হতে পারত বলে মনে হয় না।'
আর এই গান নিয়ে দুই খুদে সঙ্গীতশিল্পী কৃষা ও নবন্যা বলছেন, 'আমাদের বয়স ১২ বছর। চিরকালই আমাদের নাচ আর গানের দিকে ভীষণ আগ্রহ আর পাশাপাশি আমরা গান তৈরি করতেও ভীষণ ভালবাসি। ক্রিসমাসের সময়ও তাই মনে হল দুজন মিলে একটা গান লিখে ফেলাই যায়। যেমন ভাবা তেমনই গান, গান লিখে ফেললাম। এই সময়টা, ক্রিসমাসের শহর আমাদের ভীষ অনুপ্রাণিত করেছে এই গানটি লেখার জন্য। আমাদের ভীষণ অনুপ্রাণিত করেন টেইলর স্যুইফট। Olivia Rodrigo-ও আমাদের ভীষণ প্রিয়। আমাদের বাবা-মা ও আমাদের নতুন এই কাজে আমাদের ভীষণ সাহায্য করেছেন। ওঁরা আমাদের নিয়ে ভীষণ গর্বিত।
গানটি লিখেছে নবন্যা ও কৃষা দুজনেই। এই গান দিয়েই তাঁদের নতুন পথ চলা শুরু হল এমনটাই মনে করছেন জিৎ অনুরাগীরা।
আরও পড়ুন:Alia Bhatt: শীতেও এত পেলব ত্বক আলিয়ার! এই কয়েকটি পদ্ধতি মেনে চললে পেতে পারেন আপনিও!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।