Sharmaji Namkeen First Look: জন্মদিনে ঋষি কপূরের শেষ ছবি 'শর্মাজি নমকিন'-এর প্রথম লুক পোস্ট ফারহানের
Sharmaji Namkeen First Look: ৪ সেপ্টেম্বর ৬৯ তম জন্মদিন ছিল প্রয়াত অভিনেতা ঋষি কপূরের। সেই দিনেই তাঁর শেষ ছবি 'শর্মাজি নমকিন'-এর প্রথম লুক পোস্ট করলেন অভিনেতা-পরিচালক ফারহান আখতার।
![Sharmaji Namkeen First Look: জন্মদিনে ঋষি কপূরের শেষ ছবি 'শর্মাজি নমকিন'-এর প্রথম লুক পোস্ট ফারহানের Sharmaji Namkeen: Farhan Akhtar Shares First Look Poster Of Rishi Kapoors Last Film On His Birth Anniversary Sharmaji Namkeen First Look: জন্মদিনে ঋষি কপূরের শেষ ছবি 'শর্মাজি নমকিন'-এর প্রথম লুক পোস্ট ফারহানের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/05/ed1b70a1bac70045ef9e6a81531c1536_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: গতকাল অর্থাৎ ৪ সেপ্টেম্বর প্রয়াত অভিনেতা ঋষি কপূরের ৬৯ তম জন্মদিনে 'শর্মাজি নমকিন' ছবির প্রথম পোস্টার প্রকাশ করলেন অভিনেতা-পরিচালক ফারহান আখতার। প্রয়াত অভিনেতা এই ছবির বেশ কিছু অংশের শ্যুটিং সেরে ফেলেছিলেন। যদিও পরবর্তীকালে ঋষি কপূরের মৃত্যুর পর তাঁর ওই চরিত্রে পরেশ রাওয়াল অভিনয় করেছেন।
সোশ্যাল মিডিয়ায় ঋষি কপূর ও পরেশ রাওয়ালের ছবি শেয়ার করে একটা লম্বা পোস্ট লেখেন ফারহান আখতার। তিনি লেখেন, 'তাঁর প্রতি ভালবাসা, সম্মান ও স্মৃতির চিহ্ন হিসাবে এবং তাঁর অসংখ্য অনুরাগীদের উপহার হিসাবে এই রইল ছবির প্রথম লুক।'
View this post on Instagram
আরও পড়ুন: Exclusive: দাদুর সঙ্গে মাঝরাত্রে লুকিয়ে ঠাকুর দেখতে যেতাম: সৌরসেনী
পোস্টে তিনি পরেশ রাওয়ালকে ধন্যবাদ জানিয়েছেন ঋষি কপূরের অসম্পূর্ণ চরিত্রে অভিনয় করতে রাজি হওয়ার জন্য। একইসঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন ফারহান। একটি ছবিতে পোস্টারে ঋষি কপূর ও অপর ছবিতে পোস্টারে দেখা যাচ্ছে পরেশ রাওয়ালকে। এই হালকা মেজাজের ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন হিতেশ ভাটিয়া। এটি তাঁর প্রথম পরিচালনা। ছবিতে দেখা যাবে অভিনেত্রী জুহি চাওলাকেও। ছবির নির্মাতারা এখনও মুক্তির তারিখ ঘোষণা করেননি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)