Social Media IT Rules: সরকারি নির্দেশিকা পালন করা হবে, কিন্তু কিছু বিষয়ে আরও আলোচনা প্রয়োজন, জানাল ফেসবুক
সংবাদসংস্থার খবর অনুযায়ী, ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, ওই তথ্য-প্রযুক্তি বিধিনিয়মগুলি মেনে চলা আমাদের লক্ষ্য এবং এ সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলি নিয়ে আরও আলোচনা প্রয়োজন, সেই বিষয়গুলি নিয়ে সরকারের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাওয়া হবে।
![Social Media IT Rules: সরকারি নির্দেশিকা পালন করা হবে, কিন্তু কিছু বিষয়ে আরও আলোচনা প্রয়োজন, জানাল ফেসবুক The three-month FB and Twitter deadline for the new rules expires today, Get to know in details Social Media IT Rules: সরকারি নির্দেশিকা পালন করা হবে, কিন্তু কিছু বিষয়ে আরও আলোচনা প্রয়োজন, জানাল ফেসবুক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/25/043e9fadce7ab7b0ab93b41740e01992_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি:গত ফেব্রুয়ারিতে জারি করা কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের বিধিনিয়ম সম্পর্কে অবশেষে মুখ খুলল সোশ্যাল মিডিয়া কোম্পানি ফেসবুক। কেন্দ্রীয় তথ্যমন্ত্রক এই বিধিনিয়ম পালনের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে তিন মাস সময় দিয়েছিল। এ বিষয়ে তাদের প্রতিক্রিয়ায় ফেসবুক বলেছে, ওই তথ্য-প্রযুক্তি বিধিনিয়মগুলি মেনে চলাই তাদের লক্ষ্য এবং এ সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলি নিয়ে আরও আলোচনা প্রয়োজন, সেই বিষয়গুলি নিয়ে সরকারের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাবে তারা। সরকারের এই নিয়ম আগামীকাল অর্থাৎ ২৬ মে থেকে প্রযোজ্য হচ্ছে। সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলির জন্য মধ্যস্থতাকারী নির্দেশিকা ও ডিজিটাল মিডিয়া এথিকস কোড রুল, ২০২১-এর আওতায় তিনমাস আগে নয়া বিধিনিয়ম জারি করা হয়েছিল।
সংবাদসংস্থার খবর অনুযায়ী, ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, ওই তথ্য-প্রযুক্তি বিধিনিয়মগুলি মেনে চলা আমাদের লক্ষ্য এবং এ সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলি নিয়ে আরও আলোচনা প্রয়োজন, সেই বিষয়গুলি নিয়ে সরকারের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাওয়া হবে। তথ্যপ্রযুক্তি আইন অনুসারে আমরা অপারেশনগত প্রক্রিয়া রূপায়ণ ও কার্যকারিতার উন্নতির লক্ষ্যে কাজ করছি।
ওই মুখপাত্র আরও বলেছেন, তাদের প্ল্যাটফর্মে মানুষ যাতে অবাধে ও সুরক্ষিতভাবে নিজেদের মতামতা জানাতে পারেন., সে বিষয়ে তারা দায়বদ্ধ।
উল্লেখ্য, কেন্দ্র গত ২৫ ফেব্রুয়ারি বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে ডিজিটাল কন্টেন্টের ক্ষেত্রে নিয়ন্ত্রণের জন্য ৩ মাসের মধ্যে কপ্ল্যায়েন্স আধিকারিক, নোডাল আধিকারিক, রেসিডেন্ট গ্রিভেন্স আধিকারিক নিযুক্ত করতে বলেছিল। এই আধিকারিকদের কর্মস্থল ভারতে হতে হবে বলেও নির্দেশে বলা হয়েছিল। সরকারের এই নির্দেশিকা অনুযায়ী, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে কমপ্ল্যায়েন্স আধিকারিক নিয়োগ করতে হবে এবং তাঁর যোগাযোগের ঠিকানা বাধ্যতামূলকভাবে ভারতে হতে হবে। নির্দেশ অনুযায়ী, কোনও বিষয়বস্তু সম্পর্কে অভিযোগ ২৪ ঘণ্টার মধ্যে গ্রহণ করতে হবে এবং ১৫ দিনের মধ্যে তার নিষ্পত্তি করতে হবে। কোনও ব্যবস্থা নেওয়া বা না নেওয়ার ব্যাপারে অভিযোগকারীকে জানাতে হবে।
ফেসবুক অবশেষে এব্যাপারে তাদের প্রতিক্রিয়া জানাল। অন্যদিকে, বেশিরভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মই জানিয়েছে, তারা এ ব্যাপারে আমেরিকায় তাদের সদর দফতরের নির্দেশের অপেক্ষায় রয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)