Skoch Award : "গুজরাত-অসম-উত্তরপ্রদেশও কি তাহলে টাকা দিয়ে পেয়েছে ?", স্কচ-পুরস্কার বিতর্কে শুভেন্দুকে খোঁচা ব্রাত্যর
Skoch Award : ফের স্কচ পুরস্কারে (SKOCH AWARD) সম্মানিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Govt)। স্কুল শিক্ষা দফতর এবং উচ্চ শিক্ষা দফতর পেয়েছে গোল্ড অ্যাওয়ার্ড (Gold Award)
কলকাতা : "স্কচ অ্যাওয়ার্ড যদি পয়সা দিয়ে পাওয়া যায়, তাহলে গুজরাতের বিজেপি (BJP) সরকার, অসমের বিজেপি সরকার এবং উত্তরপ্রদেশের যোগী সরকারও এ বছর স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে। এরাও কি তাহলে টাকা দিয়ে পেলেন?" স্কচ পুরস্কার নিয়ে (SKOCH AWARD) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মন্তব্য প্রসঙ্গে আজ এভাবেই পাল্টা কটাক্ষ ছুড়ে দিলেন ব্রাত্য বসু (Bratya Basu)।
এবার ফের স্কচ পুরস্কারে সম্মানিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। স্কুল শিক্ষা দফতর (School Education Department) এবং উচ্চ শিক্ষা দফতর (Higher Education Department) পেয়েছে গোল্ড অ্যাওয়ার্ড (SKOCH GOLD awards)। একই পুরস্কারে সন্মানিত হয়েছে রাজ্য সরকারের পর্যটন ও সংস্কৃতি বিভাগও। ওই বিভাগের কর্মীদের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রাজ্য সরকারের পরিষেবা ও জনমতের উপর ভিত্তি করে, স্কচ পুরস্কার দেওয়া হয়। অভিনন্দন জানিয়ে ট্যুইট করেন মুখ্যমন্ত্রী (Cm Mamata Banerjee)।
আরও পড়ুন ; রাজ্যের মুকুটে নয়া পালক, শিক্ষা-পর্যটন-সংস্কৃতিতে 'স্কচ', কটাক্ষ শুভেন্দুর
এদিকে স্কচ পুরস্কার নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এ প্রসঙ্গে বিরোধী দলনেতা ট্যুইট করেছিলেন, সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের কয়েকটি দফতর প্রেস্টিজিয়াস স্কচ পুরস্কার (সমীর কোছার) পেয়েছে। এই সমস্ত পুরস্কারের বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর অভিযোগ রয়েছে।
মনে হচ্ছে, যারা আবেদন করে তারা সবাই পুরস্কার পায়। শুধু চূড়ান্ত পর্বে নিজেদের দেখানোর জন্য মোটা টাকায় স্টল কিনতে হবে। বড় পুরস্কার পেতে বেশি খরচ। এভাবেই স্কিল ডেভেলপমেন্ট দফতর ১২ লক্ষ টাকা খরচ করে স্টল কিনে স্বর্ণপদক জিতেছে। যারা ২ লক্ষ টাকায় স্টল কিনেছে, স্কচের মেধা তালিকা অনুযায়ী তারা রুপো পেয়েছে। এভাবে পুরস্কার বিক্রি হলে, পুরস্কার প্রাপকের সততা নিয়ে প্রশ্ন ওঠে। কাজের জন্য রাজ্য সরকারের কয়েকটি দফতর স্কচ পুরস্কার পাওয়ায় ট্যুইটে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী।