Covid19 Update: একাধিক দেশে বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক কেন্দ্র, আজ বৈঠক স্বাস্থ্যমন্ত্রীর
India Corona Situation: সতর্ক কেন্দ্র সরকার। আজ দুপুর ৩টেয় করোনা নিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
নয়াদিল্লি: আমেরিকা, জাপান, চিন ব্রাজিলের-সহ একাধিক দেশে বাড়ছে করোনা (Corona) সংক্রমণ। সতর্ক কেন্দ্র সরকার। আজ দুপুর ৩টেয় করোনা নিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya)।
আজ বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী: বড়দিনের প্রাক্কালে চিন, সাউথ কোরিয়া, জাপান-সহ একাধিক দেশে ফের চোখ রাঙাচ্ছে করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট BF.7। সামনে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চমকে দেওয়া সাপ্তাহিক রিপোর্ট। যেখানে বলা হয়েছে, শুধুমাত্র চিনেই করোনায় মৃত্যু ৪৯ শতাংশ বেড়ে গেছে। চিন ও তার আশেপাশের দেশগুলিতে সংক্রমণ বেড়েছে ৪৪ শতাংশ। লাতিন আমেরিকার একাধিক দেশে তো ৮৭ শতাংশ পর্যন্ত বেড়েছে সংক্রমণ।ইতিমধ্যে ভারতেও করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট BF.7-এ আক্রান্ত চারজনের হদিশ মিলেছে। এই পরিস্থিতিতে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ কেন্দ্র। পরিস্থিতি পর্যালোচনায় আজই প্রতিটি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এদিন দুপুর ৩টেয় নাগাদ এই বৈঠক হবে বলে খবর।
দেশের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে গতকালই একটি উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থমন্ত্রী মনসুখ মাণ্ডব্য, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ভি কে পল। করোনার সংক্রমণ যে দেশগুলিতে বাড়তে শুরু করেছে যেমন চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, আমেরিকা থেকে যাঁরা আসছেন, বিমানবন্দরে তাঁদের random RT-PCR পরীক্ষার সিদ্ধান্ত আগেই নিয়েছে কেন্দ্র। এদিন বৈঠকে করোনার জিনোম সিকোয়েন্সিংয়ের ওপর জোর দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।
চিন সহ একাধিক দেশে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে এবার আগরায় জারি হল সতর্কতা। এবার তাজমহলে যেতে হলে করাতে হবে করোনা পরীক্ষা । জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই সংক্রমণ রুখতে শুরু হয়েছে করোনা পরীক্ষা। এবার পর্যটকদের জন্যও বাধ্যতামূলক হচ্ছে করোনা পরীক্ষা।
আরও পড়ুন: WB Covid 19: বড়দিনের আগে ফের বাড়ল কোভিড সংক্রমণ, কোথায় দাঁড়িয়ে রাজ্য ?