Festival Special Train: উৎসবের মরশুমে বাড়তি ট্রেন ঘোষণা ভারতীয় রেলের
আগামীকাল থেকে ২১ নভেম্বর পর্যন্ত উৎসব স্পেশাল ট্রেন চলবে
কলকাতা: উৎসবের মরশুমে ট্রেনের সংখ্যা বাড়াল ভারতীয় রেল। আগামীকাল থেকে ২১ নভেম্বর পর্যন্ত উৎসব স্পেশাল ট্রেন চলবে। উৎসবের মরশুমে যাত্রীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। দুর্গাপুজো, দশেরা, দীপাবলি, ছট পুজো উপলক্ষে যাত্রী সংখ্যা বাড়বে, তাই এই সিদ্ধান্ত।
প্রতি বছরই উৎসবের মরশুমে ৫ হাজার ট্রেন চালায় ভারতীয় রেল। বর্তমান কোভিড পরিস্থিতিতে ট্রেনের সংখ্যার চাহিদা আরও বেড়েছে। চলতি সপ্তাহে নর্দান রেল জানিয়েছে, উৎসবের মরশুমে ভিড় এড়াতে ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে ট্রেনের সংখ্যা যে বাড়ছে তা জানিয়েছে, ওয়েস্টার্ন রেল সহ সাউথ সেন্ট্রাল রেল, সাউথ-ইস্টার্ন রেল। রেল জানিয়েছে, প্রতি শনিবার হাওড়া-পুরী স্পেশাল হাওড়া থেকে ছাড়বে রাত ৮টা ৩৫ মিনিটে। হাতিয়া-দুর্গ স্পেশাল ট্রেন হাতিয়া থেকে প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত ৮টা ৫ মিনিটে ছাড়বে।
আরও পড়ুন: Delhi on High Alert: উৎসবের মরশুমে দিল্লিতে জঙ্গি হানার আশঙ্কা, হাই অ্যালার্ট জারি
সার্দান রেল জানিয়েছে, রেলের অন্যান্য শাখার মতো তারাও ট্রেনের সংখ্যা বাড়িয়েছে। তাম্বারাম-নাগেরকয়েল সুপারফাস্টের রিজার্ভেশন শুরু হয়েছে ৭ অক্টোবর থেকে। অন্যদিকে দশেরা উপলক্ষে ৫ জোড়া উৎসব স্পেশাল ট্রেন ঘোষণা করেছে পশ্চিম রেল বা ওয়েস্টার্ন রেল। তবে উৎসবের মরশুমে কোভিড বিধি নিয়ে যথেষ্ট কড়া রেলওয়ে বোর্ড। বোর্ড জানিয়েছে কেউ বিধি ভাঙলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রেল স্টেশন বা ওই চত্বরে অথবা ট্রেনের মধ্যে কাউকে মাস্ক ছাড়া ঘুরতে দেখলে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। রেল স্পষ্টভাবে জানিয়েছে, প্রত্যেককে মাস্ক পরে থাকতে হবে। করোনা বিধি মেনেই উৎসবের মরশুমে স্পেশাল ট্রেন চালানো হবে। সেপ্টেম্বর পর্যন্ত বিধিনিষেধ সংক্রান্ত জরিমানার মেয়াদ ছিল। যা আরও ৬ মাস পর্যন্ত বাড়ানো হয়েছে বলে ভারতীয় রেল সূত্রে খবর।
আরও পড়ুন: চলন্ত ট্রেনে ডাকাতি-ধর্ষণ, দুষ্কৃতীদের অস্ত্রের আঘাতে জখম একাধিক যাত্রী