Punjab Polls Results 2022: পাঞ্জাবে জয়জয়কার আম আদমি পার্টির, মন্দিরে পুজো কেজরিওয়ালের
Punjab Polls 2022: পাঞ্জাবে ভোট হয়েছে ১১৭টি আসনে। সেখানে আম আদমি পার্টির জয়জয়কার। শেষ পাওয়া খবর অনুযায়ী, আপ একাই পেয়েছে ৯১টি আসন।
নয়াদিল্লি: পাঞ্জাবে জয়জয়কার আম আদমি পার্টির। দিল্লির সীমানা পেরিয়ে এবার প্রতিবেশী রাজ্যে ক্ষমতা এল আপ। দলের এই সাফল্যে খুশি শীর্ষ নেতারা। এদিন দিল্লির হনুমান মন্দিরে পুজো দেন অরবিন্দ কেজরিওয়াল। ফুল, মিষ্টি নিয়ে হাজির হন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা। সঙ্গে ছিলেন মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন সহ শীর্ষ নেতারা। একইসঙ্গে গঙ্গাজল ঢেলে শিব পুজোও করেন কেজরিওয়াল।
#WATCH Aam Aadmi Party leader Arvind Kejriwal offers prayers at Hanuman Temple in Delhi as party sweeps Punjab pic.twitter.com/537kLgKkgr
— ANI (@ANI) March 10, 2022
পাঞ্জাবে ভোট হয়েছে ১১৭টি আসনে। সেখানে আম আদমি পার্টির জয়জয়কার। শেষ পাওয়া খবর অনুযায়ী, আপ একাই পেয়েছে ৯১টি আসন। ম্যাজিক ফিগার ৫৯। কংগ্রেস ১৭, শিরোমণি অকালি দল ৬, বিজেপি ২টি আসনে এগিয়ে রয়েছে। চমকৌর সাহিব ও ভাদৌর এই দুটি কেন্দ্রেই পিছিয়ে রয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি, অমৃতসর পূর্ব কেন্দ্রে পিছিয়ে নভজ্যোৎ সিং সিধু। পাটিয়ালা কেন্দ্রে পরাজিত প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।
দলের এই সাফল্যে খুশি পাঞ্জাবের দায়িত্বপ্রাপ্ত নেতা রাঘব চাড্ডা। এদিন তিনি বলেন, “উড়তা পাঞ্জাব নয়, এবার থেকে পাঞ্জাবের পরিচয় হবে উঠতা পঞ্জাব হিসেবে। সব কৃতিত্ব আপে কর্মী সমর্থকদের। দিন-রাত , গরম-ঠান্ডাকে উপেক্ষা করে কাজ করেছেন তাঁরা। প্রত্যেকের সাফল্যের জন্য কাজ করবে আপ। তাঁর কথায়, "অনেক দল আমাদের টেক্কা দেওয়ার চেষ্টা করেছিল। অরবিন্দ কেজরিওয়ালকে জঙ্গি তকমাও দেওয়া হয়েছে। কিন্তু জনগণ প্রমাণ করে দিয়েছে তিনি একজন ‘শিক্ষক-বাদী।''
দিল্লি পেরিয়ে এবার প্রতিবেশী রাজ্যে সরকার গঠন করতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের দল (Arvind Kejriwal)। "কেজরিওয়াল মডেলকে সুযোগ দিয়েছে পঞ্জাব। আজ জাতীয় স্তরে তাঁর মডেল প্রতিষ্ঠা হল। এটা সাধারণ মানুষের জয়।'' পঞ্জাবে আম আদমি পার্টির সাফল্যে প্রতিক্রিয়া আপ নেতা মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। একইসঙ্গে গোয়া এবং উত্তরাখণ্ডের দলের ফল দেখে তিনি বলেন, “আমরা গোয়া, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশেও প্রার্থী দিয়েছিলাম। কিন্তু লক্ষ্য ছিল পঞ্জাব। ধীরে ধীরে সংশ্লিষ্ট রাজ্যগুলিও আমাদের দলে বিশ্বাস করবে।