Tripura Flood Situation: ত্রিপুরায় ভয়াবহ বন্যা পরিস্থিতি, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ৪০ কোটি টাকা আর্থিক সহায়তা ঘোষণা শাহের
Tripura Flood Situation Death Toll Increases: ক্রমশই ঘোরালো হয়ে উঠছে ত্রিপুরার বন্যা পরিস্থিতি। এখনও জলের তলায় রাজ্যের বিস্তীর্ণ এলাকা। এখনও পর্যন্ত ৫৫৮টি ত্রাণ শিবির খোলা হয়েছে..
প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা: ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে ত্রিপুরার বন্যা পরিস্থিতি। এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে দাবি করা হয়েছে। এখনও জলের তলায় রাজ্যের বিস্তীর্ণ এলাকা। শুক্রবার আকাশপথে এলাকার পরিস্থিতি পরিদর্শনে করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
সপ্তাহখানেকের টানা বৃষ্টি ,আর তাতেই ক্রমশই ঘোরালো হয়ে উঠছে ত্রিপুরার বন্যা পরিস্থিতি। জলের তলায় চলে গেছে মাইলের পর মাইল এলাকা। ভেঙে গেছে ঘরবাড়ি, ভেসে গেছে গ্রামের পর গ্রাম। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মাথার ওপরের ছাদ হারিয়ে ত্রাণশিবিরে আশ্রয় নিতে হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে। প্রকৃতির রুদ্ররোষের শিকার এবার দেশের উত্তর-পূর্বের রাজ্যটি। বিপদসীমার উপর দিয়ে বইছে ত্রিপুরার গোমতী ও মনু-সহ একাধিক নদীর জল।
যতদূর চোখ যায় জল আর জল ,রাস্তা যেনও পরিণত হয়েছে নদীতে, যেখানে চলাচল করতে গেলে একমাত্র ভরসা এখন নৌকা। সরকারি সূত্রে খবর, ভয়াবহ এই বন্যা পরিস্থিতির জেরে এখনও পর্যন্ত ত্রিপুরায় প্রাণ হারিয়েছেন ২৪ জন। রাজ্যের অন্তত ২ হাজার ৩২টি স্থানে ভূমিধসের ঘটনা সামনে এসেছে। বহু রাস্তায় ফাটল ধরার কারণে যান চলাচল ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। একের পর এক রেললাইন জলের তলায় চলে যাওয়ায় ব্যাহত হয়েছে রেল পরিষেবা।
বহু বাড়ি ঘর, ভেঙে যাওয়ার পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে সরকারি সূত্রে খবর।পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে ঘর-সংসার হারিয়ে আশ্রয় শিবিরে মাথা গুঁজতে হয়েছে অসংখ্য মানুষকে।রাজ্যের প্রায় ১.২৮লক্ষ মানুষকে আশ্রয় দিতে গত ১৯ অগাস্ট থেকে এখনও পর্যন্ত ৫৫৮টি ত্রাণ শিবির খোলা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। শুক্রবার, বায়ুসেনার হেলিকপ্টারে করে গোমতী ও দক্ষিণ ত্রিপুরার বিস্তীর্ণ এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মানিক সাহা। পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি আর্তদের সঙ্গে কথাও বলেন তিনি।
আরও পড়ুন, ১০০ এর নিচে পেট্রোল আজ এই শহরগুলিতে ! সপ্তাহান্তে কলকাতায় কী দর জ্বালানির ?
প্রাথমিকভাবে প্রায় পাঁচ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে ত্রিপুরা সরকার সূত্রে।এই ভয়াবহ পরিস্থিতিতে মানিক সাহা সরকারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।মোদি সরকারের তরফে, প্রাথমিকভাবে ৪০ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছে বলে জানিয়ে X হ্যান্ডলে পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য সরকারের দুর্যোগ মোকাবিলা বাহিনী SDRF-এর পাশাপাশি, উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের ৬টি দল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।