এক্সপ্লোর
Upcoming Cng Cars In India: শীঘ্রই ভারতে লঞ্চ হবে এই ৫টি সিএনজি গাড়ি, জেনে নিন কারা আছে তালিকায়
Tata_Altroz_CNG
1/6
![Cng Cars In India:ভারতে ক্রমাগত বাড়ছে পেট্রল - ডিজেলের দাম। যেকারণে পেট্রল-ডিজেল গাড়ি চালানোও ব্যয়বহুল হয়ে উঠছে।জ্বালানি খরচ থেকে বাঁচতে এখন সিএনজি গাড়ির দিকে ঝুঁকছে দেশ। সেই কারণে চলতি বছরেই বেশকিছু সিএনজি গাড়ি আসবে বাজারে। এই তালিকায় নাম রয়েছে টয়োটা মারুতি, টাটার।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
Cng Cars In India:ভারতে ক্রমাগত বাড়ছে পেট্রল - ডিজেলের দাম। যেকারণে পেট্রল-ডিজেল গাড়ি চালানোও ব্যয়বহুল হয়ে উঠছে।জ্বালানি খরচ থেকে বাঁচতে এখন সিএনজি গাড়ির দিকে ঝুঁকছে দেশ। সেই কারণে চলতি বছরেই বেশকিছু সিএনজি গাড়ি আসবে বাজারে। এই তালিকায় নাম রয়েছে টয়োটা মারুতি, টাটার।
2/6
![Tata Altroz CNG: Tata সম্প্রতি প্রিমিয়াম হ্যাচব্যাক বিভাগে একটি অটোমেটিক Altroz লঞ্চ করেছে টাটা৷ এর আগে, কোম্পানি Tiago ও Tigor-এর সিএনজি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছিল। এখন কোম্পানি Altroz-এর একটি CNG ভ্যারিয়েন্টও লঞ্চ করতে পারে।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
Tata Altroz CNG: Tata সম্প্রতি প্রিমিয়াম হ্যাচব্যাক বিভাগে একটি অটোমেটিক Altroz লঞ্চ করেছে টাটা৷ এর আগে, কোম্পানি Tiago ও Tigor-এর সিএনজি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছিল। এখন কোম্পানি Altroz-এর একটি CNG ভ্যারিয়েন্টও লঞ্চ করতে পারে।
3/6
![Maruti Vitara Brezza:মারুতি তার কমপ্যাক্ট SUV Brezza-র একটি CNG সংস্করণ আনার জন্য কাজ করছে। চলতি বছরের শেষ নাগাদ কোম্পানি তাদের সিএনজি ভ্যারিয়েন্ট চালু করতে পারে। নতুন নীতি অনুসারে মারুতি কোনও ডিজেল গাড়ি বিক্রি করছে না।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
Maruti Vitara Brezza:মারুতি তার কমপ্যাক্ট SUV Brezza-র একটি CNG সংস্করণ আনার জন্য কাজ করছে। চলতি বছরের শেষ নাগাদ কোম্পানি তাদের সিএনজি ভ্যারিয়েন্ট চালু করতে পারে। নতুন নীতি অনুসারে মারুতি কোনও ডিজেল গাড়ি বিক্রি করছে না।
4/6
![MARUTI SWIFT CNG: মারুতি সুইফট আগে পেট্রল ও ডিজেলে পাওয়া গেলেও এখন ডিজেল ইঞ্জিনে কোনও গাড়ি বিক্রি করছে না। কোম্পানি। তবে শোনা যাচ্ছে, এখন এই গাড়ির ফেসলিফ্টের সঙ্গে তার CNG ভ্যারিয়েন্ট লঞ্চ করতে পারে মারুতি।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
MARUTI SWIFT CNG: মারুতি সুইফট আগে পেট্রল ও ডিজেলে পাওয়া গেলেও এখন ডিজেল ইঞ্জিনে কোনও গাড়ি বিক্রি করছে না। কোম্পানি। তবে শোনা যাচ্ছে, এখন এই গাড়ির ফেসলিফ্টের সঙ্গে তার CNG ভ্যারিয়েন্ট লঞ্চ করতে পারে মারুতি।
5/6
![Toyota Glanza 2022-এ CNG ভ্যারিয়েন্ট লঞ্চ করতে পারে। রিপোর্ট বলছে, কোম্পানি এই নিয়ে অনেক দূর এগিয়েছে। আশা করা যাচ্ছে, এই গাড়িটি এক কেজি সিএনজিতে 25 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
Toyota Glanza 2022-এ CNG ভ্যারিয়েন্ট লঞ্চ করতে পারে। রিপোর্ট বলছে, কোম্পানি এই নিয়ে অনেক দূর এগিয়েছে। আশা করা যাচ্ছে, এই গাড়িটি এক কেজি সিএনজিতে 25 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে।
6/6
![MARUTI BALENO CNG: মারুতির এই গাড়িটি লঞ্চের পর থেকে এখনও পর্যন্ত 50 হাজার বুকিং পেয়েছে। কোম্পানি তার সিএনজি ভ্যারিয়েন্টও আনারও পরিকল্পনা করছে। Toyota Glanza-এর আগে Maruti Baleno-এর CNG ভ্যারিয়েন্ট ভারতের বাজারে আসতে পারে।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
MARUTI BALENO CNG: মারুতির এই গাড়িটি লঞ্চের পর থেকে এখনও পর্যন্ত 50 হাজার বুকিং পেয়েছে। কোম্পানি তার সিএনজি ভ্যারিয়েন্টও আনারও পরিকল্পনা করছে। Toyota Glanza-এর আগে Maruti Baleno-এর CNG ভ্যারিয়েন্ট ভারতের বাজারে আসতে পারে।
Published at : 23 Mar 2022 11:27 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)