এক্সপ্লোর
KMC Water Supply: আগামীকাল এই সময় থেকে বন্ধ জল! আপনি পাবেন? কোথায় বন্ধ জল?
Kolkata Municipal Corporation: জলের প্রবাহ বন্ধ রাখার জন্য কলকাতা পুরসভা ও লাগোয়া একাধিক এলাকায় জলের সমস্যা হবে। কোন কোন এলাকা?

নিজস্ব চিত্র, ছবি: পেক্সেল
1/8

কলকাতা পুরসভার বিস্তীর্ণ এলাকায় ব্য়াহত হবে পরিস্রুত জলের জোগান, বিজ্ঞপ্তি দিয়ে এমনটা জানাল কলকাতার পুরসভা (Kolkata Municipality and Corporation)। গার্ডেনরিচ ওয়াটার ওয়ার্কস থেকে নির্দিষ্ট সময়ের জন্য জলের প্রবাহ বন্ধ থাকবে।
2/8

২৭ জানুয়ারি এমনটা হবে বলে জানানো হয়েছে। ২৭ জানুয়ারির সকাল ১০টা থেকে মিলবে না জল। সকাল ১০টার পর দুপুর ও বিকেলে জল আসবে না। আবার ২৮ জানুয়ারি সকাল থেকে সূচি মেনেই চালু হবে গার্ডেনরিচের জলের পরিষেবা।
3/8

গার্ডেনরিচ ওয়াটার ওয়ার্কস (garden reach water works) কম্যান্ডের অধীনে বেশ কিছু বুস্টার পাম্পিং স্টেশন থেকে পরিস্রুত জল প্রবাহ বন্ধ থাকবে। কোন কোন পাম্পিং স্টেশনে এমনটা হবে? তালিকায় রয়েছে, কালীঘাট, রানিকুঠি ,গড়ফা, চেতলা, গল্ফগ্রিন, লায়েলকা, বেহালা, সিরিটি, দাসপাড়া
4/8

এই তালিকায় রয়েছে বাঁশদ্রোণী, গাঁধী ময়দান, সেনপল্লি, প্রফুল্ল পার্ক, পর্ণশ্রী, মেটিয়াবুরুজ, শকুন্তলা পার্কের বুস্টার পাম্প এবং আরও কিছু ক্যাপসুল বুস্টার পাম্পিং স্টেশন
5/8

কোন কোন এলাকা প্রভাবিত হবে? জলের প্রবাহ (Water Supply) বন্ধ রাখার জন্য কলকাতা পুরসভা ও লাগোয়া একাধিক এলাকায় জলের সমস্যা হবে। কোন কোন এলাকা? তালিকায় রয়েছে দক্ষিণ কলকাতা, গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, মহেশতলা, বজবজ
6/8

কলকাতা পুরসভার বরো ৮, বরো ৯, বরো ১০, বরো ১১, বরো ১২-এর কিছু অংশ, বরো ১৩, বরো ১৪, বরো ১৫ এবং বরো ১৬ এলাকায় মিলবে না পরিস্রুত জল।
7/8

কেন এমন সমস্যা? বেশ কিছু মেরামতির কাজ, বেশি ব্য়াসার্ধের ভালভ, ইলেক্ট্রো মেকানিক্যাল ড্রাইভ, HT পাম্প, কিছু ক্ষেত্রে হাই ভোল্টেজ মোটর বা বৈদ্যুতিন যন্ত্রপাতি বসানো হবে সেই কারণে ব্যাহত হবে জল পরিষেবা।
8/8

এছাড়াও, কিছু ক্ষেত্রে লিকেজ ঠিক করা, পাইপের ইন্টারকানেকশন এবং আরও কিছু মেরামতির কাজ করা হবে। সেই কারণেই ২৭ জানুয়ারি সকাল ১০টার পর থেকে ব্যাহত হবে জলের প্রবাহ। ২৮ জানুয়ারি সকাল থেকে আবার সব স্বাভাবিক হয়ে যাবে।
Published at : 26 Jan 2024 07:24 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিজ্ঞান
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
