এক্সপ্লোর
East West Metro : গঙ্গার নীচ দিয়ে মেট্রোয় ৪৬ সেকেন্ডে হাওড়া-কলকাতা, রাত থেকে অপেক্ষা সার্থক শয়ে শয়ে যাত্রীর
Kolkata Under Water Metro : গঙ্গার নীচের নীল আলো দেখেতে পেয়েই উত্তেজিত যাত্রীরা। মাত্র ৪৬ সেকেন্ডেই গঙ্গার এপার থেকে ওপারে পৌঁছে গেল মেট্রো।

গঙ্গার নীচ দিয়ে মেট্রোয় ৪৬ সেকেন্ডে হাওড়া-কলকাতা, রাত থেকে অপেক্ষা সার্থক শয়ে শয়ে যাত্রীর ( ছবি : @metrorailwaykol)
1/8

সাধারণের জন্য খুলে গেল হুগলি নদীর নীচের পাতাল পথ! গঙ্গার নীচ দিয়ে শুরু হল মেট্রোর যাত্রী পরিষেবা। আজ থেকেই চালু হল নিউ গড়িয়া থেকে রুবি এবং জোকা-তারাতলা লাইনের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশের মেট্রো।
2/8

রাত থেকেই ট্রেনের অপেক্ষায় ছিলেন বহুজন। ইচ্ছে, প্রথম ট্রেনে সওয়ার হওয়ার। কেউ আবার কলকাতার প্রথম মেট্রোরেলের যাত্রী ছিলেন, গঙ্গার নীচের প্রথম মেট্রোরও সওয়ারি হলেন।
3/8

হাওড়া এবং এসপ্ল্যানেড থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে। রবিবার মেট্রো বন্ধ থাকবে।
4/8

সারা দিনে মোট ১৩০টি মেট্রো যাত্রীদের পরিষেবা দেবে। ব্যস্ত সময়ে ১২ মিনিট অন্তর এবং অন্য সময়ে ১৫ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।
5/8

মাত্র ৪৬ সেকেন্ডের যাত্রা। তার জন্যই প্রতীক্ষার প্রহর গুনছিল হুগলি নদীর দুই পাড়! গঙ্গার নীচ দিয়ে ছুটল মেট্রো । শুক্রবারের সকালে অবসান হল সেই প্রতীক্ষার অবসান। তৈরি হল ইতিহাস।
6/8

শুক্রবারই চালু হয়ে গেল গঙ্গার নীচ দিয়ে ছুটে চলা ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইনের যাত্রী পরিষেবা। আর তাতে উঠে আনন্দে আত্মহারা হলেন অনেকেই।
7/8

গঙ্গার নীচের নীল আলো দেখেতে পেয়েই উত্তেজিত যাত্রীরা। মাত্র ৪৬ সেকেন্ডেই গঙ্গার এপার থেকে ওপারে পৌঁছে গেল মেট্রো।
8/8

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৪.৮ কিলোমিটার রুটে মোট চারটি স্টেশন রয়েছে। এসপ্ল্যানেড মহাকরণ হাওড়া এবং হাওড়া ময়দান।
Published at : 15 Mar 2024 03:07 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
