এক্সপ্লোর
Success Story: ইংরেজিতে দুর্বল ছিলেন, প্রতিদিন শিখতেন ১০টি শব্দ- হাজার বিদ্রুপ সয়েও UPSC জয় সুরভীর
IAS Surabhi Gautam: একটা ছোট্ট গ্রামে বড় হওয়া, ভাল ইংরেজি বলতে পারতেন না। তার জন্য কম বিদ্রুপ সহ্য করতে হয়নি তাঁকে। আর সেই অবস্থা থেকেই নিজেকে পালটে ফেলে স্বপ্নের পথে এগিয়ে গিয়েছেন সুরভী।

ছবি সৌজন্য- সুরভী গৌতমের ইনস্টাগ্রাম
1/10

মধ্যপ্রদেশের একটি ছোট্ট গ্রামে বড় হয়ে উঠেছেন সুরভী গৌতম (IAS Surabhi Gautam)। ছোটবেলা থেকেই ব্যতিক্রমী প্রতিভার অধিকারী ছিলেন তিনি। মেধার স্ফূরণ লক্ষ্য করা গিয়েছিল ছোটবেলা থেকেই। ছবি- সুরভী গৌতমের ইনস্টাগ্রাম থেকে
2/10

স্কুলে পড়ার সময় ধারাবাহিকভাবেই তিনি নিজের স্কুলে ভাল র্যাঙ্ক অর্জন করতেন, বরাবর ক্লাসে প্রথম হতেন। দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাতেও তিনি ৯০ শতাংশ নম্বর পেয়েছেন।
3/10

স্কুল শেষ করে স্টেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার প্রবেশিকা পরীক্ষায় বসেন সুরভী। আর সেই পরীক্ষায় তিনি শুধু যে উত্তীর্ণ হন তাই নয়, তাঁর গ্রামে তিনিই প্রথম মেয়ের ভূমিকায় আসেন যে কিনা উচ্চতর শিক্ষার জন্য শহরে পড়তে যাবে।
4/10

ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে স্নাতক উত্তীর্ণ হন সুরভী ভোপাল থেকে। এই সময় তিনি বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়ে স্বর্ণপদক অর্জন করেন।
5/10

UPSC-র আগে দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে উত্তীর্ণ হন তিনি। গেট, বার্ক, ইসরো, সেইল, এসএসসি সিজিএল, আইইএস, দিল্লি পুলিশ, এফসিআই ইত্যাদি পরীক্ষাতেও উত্তীর্ণ হন।
6/10

একটা ছোট্ট গ্রামে বড় হওয়া, একসময় ইংরেজিতে দুর্বল ছিলেন, ভাল ইংরেজি বলতে পারতেন না।
7/10

তার জন্য কম বিদ্রুপ সহ্য করতে হয়নি তাঁকে। আর সেই অবস্থা থেকেই নিজেকে পালটে ফেলে স্বপ্নের পথে এগিয়ে গিয়েছেন সুরভী।
8/10

আশা ছাড়েননি তিনি, তাঁর এই দুর্বলতাকে শক্তিতে পরিণত করার চেষ্টা করতেন সুরভী। প্রতিদিন ১০টা করে নতুন শব্দ শিখতেন সুরভী আর তাতেই তাঁর কমিউনিকেশন স্কিল উন্নত হয়ে ওঠে।
9/10

২০১৬ সালে ইউপিএসসি পরীক্ষায় তিনি সারা দেশের মধ্যে ৫০ র্যাঙ্ক অর্জন করেন সুরভী গৌতম। বর্তমানে তিনি আহমেদাবাদের বিরামগ্রামে অ্যাসিস্ট্যান্ট কালেক্টরের পদে কর্মরত।
10/10

মাত্র ২১ বছর বয়সেই ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। শুধু তাই নয় ইংরেজির দুর্বলতা কাটিয়ে পাশ করেছিলেন আরও বহু সরকারি চাকরির পরীক্ষা। তাঁর সাফল্যের কাহিনি অনুপ্রাণিত করবে অন্য পরীক্ষার্থীদেরও। ছবি- সুরভী গৌতমের ইনস্টাগ্রাম থেকে
Published at : 17 May 2024 02:52 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
